Friday 04 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আ.লীগ কখনোই সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে ইনসাফ করেনি: নাহিদ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ জুলাই ২০২৫ ১৬:৪৪ | আপডেট: ৪ জুলাই ২০২৫ ১৭:০১

জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম

পঞ্চগড়: পঞ্চগড়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘আওয়ামী লীগ বারবার নিজেদের অসাম্প্রদায়িক দল হিসেবে দাবি করলেও তারা কখনোই সনাতন ধর্মাবলম্বী মানুষের সঙ্গে ইনসাফ করেনি।’

শুক্রবার (৪ জুলাই) দুপুরে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা শহরের ফকিরগঞ্জ বাজারে এনসিপির উপজেলা কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন নাহিদ।

তিনি বলেন, ‘বিগত আমলে আমরা দেখেছি, আমাদের সনাতন ধর্মাবলম্বী ভাইয়েরা অনেক নির্যাতিত হয়েছেন, তাদের জমি দখল করা হয়েছে, কিন্তু তারা কোনো বিচার পাননি। আমরা চাই এই নতুন বাংলাদেশে ইনসাফের ভিত্তিতে, সম্প্রীতির ভিত্তিতে সকল বাংলাদেশি নাগরিক একসঙ্গে সকল সুযোগ-সুবিধা পাক।’

বিজ্ঞাপন

নাহিদ ইসলাম বলেছেন, ‘বাংলাদেশে যে গুটিকয়েক মানুষ স্বৈরাচার ও ফ্যাসিবাদ তৈরি করেছে, তারাই সব সম্পত্তির মালিক হয়েছে। এই একটা মাত্র পরিবার— মুজিব পরিবার, এরাই সব সম্পত্তির মালিক হয়ে দেশের জমিদারি নিয়ে নিয়েছিল। আমরা এই জমিদারি প্রথা গণ-অভ্যুত্থানে ভেঙেছি। নতুন করে যদি কোনো জমিদারি প্রথা, নতুন করে কোনো স্বৈরাচার-ফ্যাসিস্ট-চাঁদাবাজ তৈরি হয়, তার বিরুদ্ধেও আমাদের লড়াই করতে হবে, তার বিরুদ্ধেও কথা বলতে হবে।’

তিনি আরও বলেন, ‘দেশটাকে আমরা নতুন করে গড়ব বৈষম্যহীন ইনসাফের ভিত্তিতে, সম্প্রীতির ভিত্তিতে। এটি চাঁদাবাজি-সন্ত্রাসমুক্ত একটা দেশ হবে। এই লক্ষ্যেই গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণরা মিলে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) গঠন করেছেন।’

সভায় এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বক্তব্য দেন। পরে তারা ঠাকুরগাঁও জেলার উদ্দেশে রওনা দেন।

সারাবাংলা/এসআর

এনসিপি নাহিদ ইসলাম পঞ্চগড়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর