Sunday 06 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাহমুদুর রহমানের মায়ের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক

স্টাফ করেসপন্ডেন্ট
৬ জুলাই ২০২৫ ২১:১৮ | আপডেট: ৬ জুলাই ২০২৫ ২১:৫৫

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। (ফাইল ছবি)

ঢাকা: দৈনিক ‘আমার দেশ’ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের মা অধ্যাপিকা মাহমুদা বেগমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (৬ জুলাই) ভোরে রাজধানীর মগবাজারের আল বারাকাহ কিডনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।

শোকবার্তায় বিএনপির মহাসচিব বলেন, ‘অধ্যাপিকা মাহমুদা বেগমের মৃত্যুতে তার পরিবার-পরিজন ও প্রতিবেশীদের মতো আমিও গভীরভাবে শোকাহত ও ব্যথিত হয়েছি। ধর্মপ্রাণ ও পরোপকারী মরহুমা অধ্যাপিকা মাহমুদা বেগম প্রতিবেশীদের কাছে ছিলেন অত্যন্ত শ্রদ্ধাভাজন। শিক্ষকতা পেশায় অত্যন্ত নিষ্ঠাবান অধ্যাপিকা মাহমুদা বেগম মেধা ও যোগ্যতা দিয়ে তার সন্তানদের সুশিক্ষিত ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলেছিলেন, যারা স্ব স্ব পেশায় প্রতিষ্ঠিত। দোয়া করি-মহান রাব্বুল আলামীন যেন মরহুমা অধ্যাপিকা মাহমুদা বেগমকে জান্নাত নসীব এবং শোকাহত পরিবার-পরিজনদের ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন।’

বিজ্ঞাপন

বিএনপি মহাসচিব শোকবার্তায় অধ্যাপিকা মাহমুদা বেগমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

সারাবাংলা/এফএন/এইচআই

বিএনপি মাহমুদুর রহমান মির্জা ফখরুল শোক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর