Sunday 06 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাংবাদিক মাহমুদুর রহমানের মায়ের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

স্টাফ করেসপন্ডেন্ট
৬ জুলাই ২০২৫ ২১:৫১ | আপডেট: ৬ জুলাই ২০২৫ ২১:৫৫

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান

ঢাকা: ‘আমার দেশ’ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের মা অধ্যাপিকা মাহমুদা বেগমের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

রোববার (৬ জুলাই) এক শোকবার্তায় জামায়াত আমির বলেন, ‘অধ্যাপিকা মাহমুদা বেগম একজন পরহেযগার ও গুণী নারী ছিলেন। শিক্ষক হিসেবে তিনি জ্ঞানের আলো বিতরণের মাধ্যমে জাতির খেদমত করে গেছেন। তার ইন্তেকালে আমি গভীরভাবে শোকাহত।’

তিনি মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং বলেন, ‘আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন ও শোকাহত পরিবার-পরিজনকে এ শোক সহ্য করার তাওফিক দান করেন।’

প্রসঙ্গত, রোববার (৬ জুলাই) ভোরে রাজধানীর মগবাজার ইনসাফ বারাকাহ কিডনি হাসপাতালে মারা যান তিনি। তিনি বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত জটিলতায় ভুগছিলেন। তার বয়স হয়েছিল ৮৭ বছর। অধ্যাপিকা মাহমুদা বেগম দৈনিক আমার দেশ পাবলিকেশন্সের ভাইস চেয়ারম্যান ছিলেন। কর্মজীবনে তিনি চট্টগ্রাম সরকারি কমার্স কলেজ, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ, তিতুমীর কলেজসহ বিভিন্ন কলেজের বাংলা বিভাগের শিক্ষক ছিলেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এফএন/এইচআই

অধ্যাপিকা মাহমুদা বেগম জামায়াতের আমির ডা. শফিকুর রহমান মাহমুদুর রহমান শোক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর