Monday 07 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এজবাস্টনে ভারতের জয়ের ম্যাচে রেকর্ডের ছড়াছড়ি

স্পোর্টস ডেস্ক
৭ জুলাই ২০২৫ ১১:২১

এজবাস্টন টেস্ট জিতে সিরিজে সমতা ফিরিয়েছে ভারত

এজবাস্টনে ইংল্যান্ডের বিপক্ষে এর আগে ৮ বার মাঠ নেমেছিল ভারত। একবারও জয় নিয়ে মাঠ ছাড়তে পারেননি তারা। অবশেষে ঘুচল বহু যুগের আফসোস। এজবাস্টনে ইংল্যান্ডকে রেকর্ড ৩৩৬ রানের ব্যবধানে হারিয়ে ৫ ম্যাচ টেস্ট সিরিজে ১-১ এ সমতা ফেরালো শুভমান গিলের দল।

সিরিজের দ্বিতীয় টেস্টের এই ৫ দিনে ওলটপালট হয়েছে রেকর্ডবুক। ৬০৮ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ৫ম দিনের দ্বিতীয় সেশনে ২৭১ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড। এজবাস্টনে ইংল্যান্ডের বিপক্ষে ৯ম দেখায় এটিই ভারতের প্রথম জয়।

ইংল্যান্ডের বিপক্ষে ৩৩৬ রানে জিতেছে ভারত। রানের হিসেবে ইংল্যান্ডের বিপক্ষে ভারতের সবচেয়ে বড় জয় এটি। এছাড়া দেশের বাইরে রানের হিসেবে এটি ভারতের সবচেয়ে বড় জয়। টেস্টে নিজেদের বড় জয়ের রেকর্ডে ভারতের এই জয় আছে চতুর্থ নম্বরে।

বিজ্ঞাপন

ভারতীয় পেসার আকাশদীপ প্রথম ইনিংসে নিয়েছেন ৪ উইকেট। দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট নিয়ে একাই ধসিয়ে দিয়েছেন ইংলিশ ব্যাটিং লাইনআপকে। সব মিলিয়ে ম্যাচে ১৮৭ রানে ১০ উইকেট নিয়েছেন তিনি।

ইংল্যান্ডের মাটিতে এক টেস্টে ১০ উইকেট নেওয়া দ্বিতীয় বোলার আকাশদীপ। এই এজবাস্টনেই ১৯৮৮ সালে চেতন শর্মা ১১৮ রান দিয়ে ম্যাচে ১০ উইকেট নিয়েছিলেন।

দুই ইনিংসে জোড়া সেঞ্চুরি করেছেন ভারতীয় অধিনায়ক শুভমান গিল। ম্যাচে রেকর্ড ৪৩০ রান করায় ম্যাচসেরার পুরস্কার উঠেছে তার হাতেই।

লর্ডসে আগামী ১০ জুলাই, বৃহস্পতিবার শুরু হবে সিরিজের তৃতীয় টেস্ট।

সারাবাংলা/এফএম

ইংল্যান্ড-ভারত টেস্ট এজবাস্টন শুভমান গিল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর