Wednesday 09 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ওজন কমাতে অস্ত্রোপচার, না ফেরার দেশে আফগান আম্পায়ার

স্পোর্টস ডেস্ক
৯ জুলাই ২০২৫ ১৪:১৮ | আপডেট: ৯ জুলাই ২০২৫ ১৪:২১

না ফেরার দেশে শিনওয়ারি

বয়স মাত্র ৪১। আইসিসির এলিট প্যানেলের আম্পায়ার হিসেবে সময়টা ভালোই কাটছিল তার। আফগান আম্পায়ার ঠিক সেই সময়ই নিলেন এক মরণঘাতি সিদ্ধান্ত। ওজন কমানোর অস্ত্রোপচার করেই মারা গেলেন আফগান আম্পায়ার বিসমিল্লা জান শিনওয়ারি!

বেশ কয়েক বছর ধরেই অতিরিক্ত মেদ নিয়ে বেশ দুশ্চিন্তায় ছিলেন শিনওয়ারি। কিছুদিন আগে এই মেদ কমাতে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন তিনি। পাকিস্তানে হওয়া এই অস্ত্রোপচারই কাল হয়েছে তার।

জানা গেছে, ওজন কমানোর সেই অস্ত্রোপচারের পর সংক্রমণ ছড়িয়ে পড়ে শিনওয়ারির পুরো শরীরে। সেই সংক্রমণেই গতকাল মারা যান তিনি।

শিনওয়ারির মৃত্যুতে শোক প্রকাশ করেছে আইসিসি ও আফগানিস্তান ক্রিকেট বোর্ড।

বিজ্ঞাপন

২০১৭ সালে আম্পায়ার হিসেবে অভিষেক হয়েছিল শিনওয়ারির। এরপর ধীরে ধীরে ভালো পারফরম্যান্সের সুবাদে জায়গা করে নেন এলিট প্যানেলে।

এই বছরের ফেব্রুয়ারিতে সবশেষ বিশ্বকাপ বাছাইপর্বের লিগ-২ এর ম্যাচ পরিচালনা করেছিলেন তিনি। নিজের ক্যারিয়ারে ২৫টি ওয়ানডে ও ২১টি টি-২০ ম্যাচ পরিচালনা করেছেন শিনওয়ারি।

সারাবাংলা/এফএম

আম্পায়ার বিসমিল্লা যান শিনওয়ারি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর