গ্লোবাল সুপার লিগে নিজের প্রথম ম্যাচে ফিফটি ও চার উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছিলেন তিনি। সাকিব আল হাসানের এই রাজকীয় প্রত্যাবর্তনে জয় দিয়েই টুর্নামেন্ট শুরু করেছিল দুবাই ক্যাপিটালস। তবে দ্বিতীয় ম্যাচে ব্যাটে-বলে ম্লান সাকিব। আর এতে হোবার্ট হারিকেনসের কাছে হেরে গেছে দুবাই।
হোবার্টের বিপক্ষে প্রথমে ব্যাটিংয়ে নেমেছিল দুবাই। ৩ উইকেট পতনের পর ক্রিজে নামেন গত ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করা সাকিব। ক্রিজে নেমেই ছক্কা হাঁকিয়ে ভালো কিছু করার আভাস দেন তিনি। তবে ১০ বলে ৭ রান করা সাকিবকে প্যাভিলিয়নে ফেরান মোহাম্মদ নবী।
শেষ পর্যন্ত ৮ ওভারে ১৪৩ রান তোলে দুবাই। হোবার্টের হয়ে তিনটি করে উইকেট নিয়েছেন নবী ও অ্যালান।
ব্যাটিংয়ের মতো বল হাতেও ব্যর্থ সাকিব। ৪ ওভারে ৩৪ রান দিয়ে কোনো উইকেট পাননি সাকিব। ৭ উইকেট হাতে রেখে ১৭ ওভারেই লক্ষ্য ছুঁয়ে ফেলেন হোবার্ট।