নিজেদের ক্রিকেটে ইতিহাসে অনেকবারই বড় বিপর্যয়ে পড়েছেন তারা। তবে এরকম মুহূর্ত খুব বেশি আসেনি বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটে। জ্যামাইকাতে অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে মাত্র ২৭ রানেই অলআউট হয়ে লজ্জার রেকর্ড গড়েছে ক্যারিবিয়ানরা। এমন হতশ্রী পারফরম্যান্সের পর তাই সাবেক কিংবদন্তিদের নিয়ে জরুরি বৈঠকে বসেছে ক্যারিবিয়ান ক্রিকেট বোর্ড।
অজিদের বিপক্ষে তিন টেস্টেই হেরেছে ওয়েস্ট ইন্ডিজ। তবে সবচেয়ে বাজেভাবে হারটা এসেছে জ্যামাইকার শেষ টেস্টে। মাত্র ১৪ ওভার ৩ বলেই ২৭ রানে গুটিয়ে যান তারা। গত ৭০ বছরের ইতিহাসে এটিই টেস্টে সবচেয়ে কম রানে অলআউট হওয়ার রেকর্ড।
টেস্ট ইতিহাসে এটি দ্বিতীয় সর্বনিম্ন স্কোর। ১৯৫৫ সালে অকল্যান্ডে ইংল্যান্ডের বিপক্ষে ২৬ রানে অলআউট হয়েছিল নিউজিল্যান্ড।
জ্যামাইকাতে ওয়েস্ট ইন্ডিজের ৭ ব্যাটার রানের খাতাই খুলতে পারেননি। এটিও টেস্টে রেকর্ড। এমন পরাজয়ের পর ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের সভাপতি কিশোর শ্যালো এক বিবৃতিতে জানান, ‘প্রত্যেক ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট ভক্তের মতো আমিও অস্ট্রেলিয়ার কাছে আমাদের সাম্প্রতিক টেস্ট পরাজয়ের যন্ত্রণা অনুভব করেছি। আমাদের অনেকের কিছু নির্ঘুম রাত কাটবে, খেলোয়াড়দের জন্যও, যারা এই হারের জন্য সমানভাবে ব্যথিত। আমরা পুনর্গঠনের পর্যায়ে আছি, পরবর্তী প্রজন্মের ওপর বিনিয়োগ করছি এবং সেই চেতনাকে পুনরুজ্জীবিত করছি, যা দীর্ঘদিন ধরে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটকে বিশ্বের কাছে একটি পরাশক্তি করে তুলেছে।
ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট যেন সোনালি দিনে ফিরে যেতে পারে, সেই লক্ষ্যেই তিন কিংবদন্তি ব্রায়ান লারা, ভিভ রিচার্ডস ও ক্লাইভ লয়েডদের নিয়ে জরুরি সভা ডেকেছে বোর্ড। সেখানে আলোচনা করা হবে দেশটির ক্রিকেটের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে। তারা সবাই ওয়েস্ট ইন্ডিজের ‘ক্রিকেট উন্নয়নের পরবর্তী ধাপে’ সক্রিয়ভাবে সম্পৃক্ত থাকবেন।