Wednesday 16 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিশ্বকাপের টিকিট নিয়ে যে বার্তা দিল ফিফা

স্পোর্টস ডেস্ক
১৬ জুলাই ২০২৫ ১০:৪৫ | আপডেট: ১৬ জুলাই ২০২৫ ১০:৪৮

বিশ্বকাপের টিকিট ছাড়ার ঘোষণা দিল ফিফা

বিশ্বকাপের বাকি নেই আর এক বছরও। ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে কবে টিকিট ছাড়বে ফিফা, সেদিকেই অধির আগ্রহে তাকিয়ে আছেন সমর্থকরা। অবশেষে ফিফার পক্ষ থেকে এল আনুষ্ঠানিক ঘোষণা। ফিফা জানিয়েছে, এই বছরের ১০ সেপ্টেম্বর থেকে টিকিটের জন্য আবেদন করতে পারবেন ফুটবল ভক্তরা।

গত কয়েক আসর ধরেই অনলাইনে দেওয়া হচ্ছে ফুটবল বিশ্বকাপে টিকিট। অতিরিক্ত চাপ থাকায় সরাসরি কেনার উপায় নেই ম্যাচগুলোর টিকিট। সমর্থকদের তাই প্রথমে আবেদন করতে হয় টিকিটের জন্য। এরপর বেশ কয়েকধাপ বাছাইয়ের পর তাদের হাতে আসে কাঙ্ক্ষিত সেই টিকিট নামের সোনার হরিণ।

ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো এক বিবৃতিতে জানিয়েছেন, ‘আমরা উত্তর আমেরিকায় দারুণ একটি টুর্নামেন্টের আশা করছি। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে সর্বকালের সেরা একটা বিশকাপ্র আসর আয়োজন করতে পারব বলেই আশাবাদী। আমরা চাই সবাই নির্ভয়ে খেলা উপভোগ করতে আসবে। বিশ্বকাপ আয়োজন নিয়ে কোনো কমতি রাখা হবে না। আগামী ১০ সেপ্টেম্বর ২০২৫ থেকে টিকিটের জন্য আবেদনপত্র গ্রহণ করা শুরু হবে।’

বিজ্ঞাপন

কোন ম্যাচের কোন ক্যাটাগরির টিকিটের মূল্য কত হবে, সেটা এখনো খোলাসা করা হয়নি। তবে হাই ভোল্টেজ ম্যাচ ও নকআউট পর্বের ম্যাচগুলোর টিকিটের মূল্য অন্য ম্যাচগুলোর তুলনায় বেশি হবে বলেই ধারণা করা হচ্ছে।

২০২৬ সালের ১১ জুন মেক্সিকোর আজটেকা স্টেডিয়ামে পর্দা উঠবে আগামী বিশ্বকাপের। ১৯ জুলাই যুক্তরাষ্ট্রের মেটলাইফ স্টেডিয়ামে হবে এই আসরের ফাইনাল।

সারাবাংলা/এফএম

টিকিট ফিফা বিশ্বকাপ ২০২৬

বিজ্ঞাপন

গোপালগঞ্জে সংঘর্ষে নিহত ৩
১৬ জুলাই ২০২৫ ২০:০৪

আরো

সম্পর্কিত খবর