শ্রীলংকা সফরের একেবারেই শেষপ্রান্তে পৌঁছে গেছে বাংলাদেশ দল। টেস্ট ও ওয়ানডে সিরিজ হারের পর বাংলাদেশের সামনে এখন টি-২০ সিরিজ জিতে দেশে ফেরার হাতছানি। ১-১ এ সমতায় থাকা টি-২০ সিরিজের শেষ ম্যাচে টসে হেরে ফিল্ডিংয়ে নামবে বাংলাদেশ দল।
টি-২০ সিরিজের প্রথম ম্যাচে হেরেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে অবশ্য দারুণভাবেই ঘুরে দাঁড়িয়েছে লিটন দাসের দল।
কলম্বোতে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে দুটি পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। আগের ম্যাচ থেকে বাদ পড়েছেন মেহেদি হাসান মিরাজ মোহাম্মদ সাইফউদ্দিন। একাদশে এসেছেন শেখ মেহেদি হাসান তানজিম হাসান সাকিব।
শ্রীলংকা একাদশেও আছে দুই পরিবর্তন। আভিস্কা ফার্নান্দো ও চামিকা করুনারত্নের পরিবর্তে দলে এসেছেন দীনেশ চান্ডিমাল ও কামিন্দু মেন্ডিস।
বাংলাদেশে একাদশ: পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, লিটন দাস (অধিনায়ক), তাওহিদ হৃদয়, শেখ মেহেদি, শামীম পাটোয়ারী, জাকের আলী অনিক, তানজিম সাকিব, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।
শ্রীলংকা একাদশঃ পাথুম নিসাঙ্কা, কুশল মেন্ডিস, কুশল পেরেরা, দিনেশ চান্ডিমাল, কামিন্দু মেন্ডিস, চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), দাসুন শানাকা, মাহিশ থিকশানা, জেফ্রি ভ্যান্ডারসে, বিনুরা ফার্নান্ডো, নুয়ান থুসারা।