পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে আগে বোলিং করবে বাংলাদেশ। টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস।
তারকা পেসার তাসকিন আহমেদকে নিয়ে আজ একাদশ সাজিয়েছে বাংলাদেশ। শ্রীলংকার বিপক্ষে সিরিজের শেষ দুই ম্যাচে বিশ্রামে ছিলেন তাসকিন। তাসকিনকে জায়গা ছেড়ে দিতে বাদ পরেছেন অপর পেসার শরিফুল ইসলাম।
রোববার (২০ জুলাই) মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বিকেল ৬টায়। টি-টোয়েন্টি সংস্করণে বেশ ছন্দে আছে বাংলাদেশ। ক’দিন আগে শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতে এসেছে লিটন দাসের দল। লংকানদের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচ হারলেও পরের দুই ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করে বাংলাদেশ। সেই জয়টা পাকিস্তানের বিপক্ষে নিশ্চয়ই আত্মবিশ্বাসী করবে বাংলাদেশকে।
বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন দাস (অধিনায়ক), তাওহিদ হৃদয়, জাকের আলি, শামীম হোসেন পাটোয়ারী, শেখ মাহেদী, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও তানজিম হাসান সাকিব।
পাকিস্তান একাদশ: ফখর জামান, সিয়াম আইয়ূব, মোহাম্মদ হারিস, সালমান আগা (অধিনায়ক), হাসান নাওয়াজ, মোহাম্মদ নাওয়াজ, খুশদিল শাহ, ফাহিম আশরাফ, আব্বাস আফ্রিদি, সালমান মির্জা ও আবরার আহমেদ।