তিন ম্যাচ সিরিজের প্রথম টি-২০তে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান। মিরপুরে সিরিজের প্রথম ম্যাচে টসে জিয়ে ফিল্ডিংয়ে নেমেছে বাংলাদেশ। বোলিংয়ে নেমে ৭৫ রানের মধ্যেই পাকিস্তানের ৬ উইকেট তুলে নিয়েছেন বাংলাদেশি বোলাররা।
ম্যাচের শুরু থেকেই পাকিস্তানের ব্যাটারদের চেপে ধরেছেন বাংলাদেশি বোলাররা। ইনিংসের ২য় ওভারে প্রথম আঘাত হানেন তাসকিন, সালমান আইয়ুবকে ৬ রানে ফেরান তিনি। এরপর নিয়মিত বিরতিতেই উইকেট হারিয়েছে পাকিস্তান।
৪ রানে মাহেদি হাসানের বলে প্যাভিলিয়নে ফেরেন মোহাম্মদ হারিস। অধিনায়ক সালমান আঘাকে ৩ রানে আউট করেন তানজিম সাকিব।
হাসান নাওয়াজ ফিরেছেন মোস্তাফিজের বলে, করেছেন শূন্য রান। ৩ রানে রান আউট হয়েছেন মোহাম্মদ নাওয়াজ। পাকিস্তানের হয়ে একাই লড়ছিলেন ওপেনার ফাখার জামান। তিনিও ফিরেছেন রান আউট হয়ে। ৩৪ বলে ৪৪ রান করে ফাখার ফিরলে আরও বিপাকে পড়ে পাকিস্তান।
আব্বাস আফ্রিদি ও খুশদিল শাহ এই মুহূর্তে আছেন ক্রিজে। এই জুটির সুবাদেই লড়াকু স্কোরের দিকে এগুচ্ছে পাকিস্তান।