Wednesday 23 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রিয়ালে ১০ নম্বর জার্সি পাচ্ছেন এমবাপে?

স্পোর্টস ডেস্ক
২৩ জুলাই ২০২৫ ১১:০২ | আপডেট: ২৩ জুলাই ২০২৫ ১১:০৭

রিয়ালে নতুন জার্সি পেতে যাচ্ছেন এমবাপে

অনেক নাটকের পর গত মৌসুমে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে এসেছিলেন তিনি। রিয়ালে পুরো মৌসুমজুড়ে কিলিয়ান এমবাপে খেলেছেন ৯ নম্বর জার্সি পরে। তবে নতুন মৌসুমে এমবাপে পেতে যাচ্ছেন নতুন জার্সি। শোনা যাচ্ছে, এবারের মৌসুম থেকে ১০ নম্বর জার্সি গায়ে জড়াবেন এমবাপে।

কিছুদিন আগেই রিয়াল মাদ্রিদের হয়ে শেষ ম্যাচ খেলেছেন লুকা মদ্রিচ। দীর্ঘদিন ধরেই তিনি ১০ নম্বর জার্সি পরে খেলছিলেন। রিয়াল ছেড়ে এসি মিলানে যোগ দিয়েছেন তিনি। তাই ফাঁকা হয়েছে ১০ নম্বর জার্সিটাও।

মদ্রিচের পর কাড় গায়ে উঠছে রিয়ালের এই আইকনিক জার্সি? অনেকের নাম শোনা গেলেও সবচেয়ে বেশি শোনা যাচ্ছে এমবাপের নামটাই। ফ্রান্স জাতীয় দলেও ১০ নম্বর জার্সি পরেন এমবাপে।

বিজ্ঞাপন

ইএসপিএন বলছে, মদ্রিচের ১০ নম্বর জার্সি এমবাপেকে দেওয়ার পরিকল্পনা করছে রিয়াল কর্তৃপক্ষ। সবকিছু ঠিকঠাক থাকলে নতুন মৌসুমের শুরুতেই তার হাতে ১০ নম্বর জার্সি তুলে দেবেন রিয়াল প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ।

গত মৌসুমে লা লিগায় ৩১টি গোল করেছেন ২৬ বছর বয়সী এমবাপে। ২০ আগস্ট লা লিগায় নিজেদের প্রথম ম্যাচে ওসাসুনার বিপক্ষে মাঠে নামবে এমবাপের রিয়াল।

সারাবাংলা/এফএম

১০ নম্বর জার্সি কিলিয়ান এমবাপে রিয়াল মাদ্রিদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর