Wednesday 23 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জুলাই সনদ
সচিবালয় অভিমুখে কফিন মার্চের ঘোষণা ইনকিলাব মঞ্চের

ঢাবি করেস্পন্ডেন্ট
২৩ জুলাই ২০২৫ ১৯:৫২

ইনকিলাব মঞ্চের সংবাদ সম্মেলন। ছবি: সংগৃহীত

ঢাকা: ৩১ জুলাইয়ের মধ্যে জুলাই সনদের ঘোষণা না এলে আগামী ৪ আগস্ট সচিবালয় অভিমুখে কফিন মার্চের ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ।

বুধবার (২৩ জুলাই) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদী।

তিনি বলেন, ‘জুলাই সনদ ঘোষণার লক্ষ্যে একাধিকবার সময় নিয়েও ঘোষণা না করা মূলত জুলাই অভ্যুত্থানের সঙ্গে প্রতারণার শামিল। চলতি জুলাইয়ের মধ্যেই রাষ্ট্রের তরফে জুলাই সনদ ঘোষণা না হলে ৩ অগাস্ট চূড়ান্ত মুক্তির ডাক হিসেবে সচিবালয় ঘেরাও করা হবে।’

পাশাপাশি কফিন মার্চে প্রত্যেক উপদেষ্টার জন্য একটি করে কফিন রাখারও ঘোষণা দেয় ইনকিলাব মঞ্চ। এ ছাড়া, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে দুর্ঘটনায় প্রত্যেককে পর্যাপ্ত ক্ষতিপূরণ প্রদান, আহতদের বিদেশে নিয়ে চিকিৎসা, অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা, সামরিক খাতকে শক্তিশালী করাসহ বিভিন্ন দাবি জানিয়েছে ইনকিলাব মঞ্চ।

বিজ্ঞাপন

সারাবাংলা/কেকে/পিটিএম

ইনকিলাব মঞ্চ কফিন মিছিল জুলাই সনদ সচিবালয়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর