ঢাকা: ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম (চরমোনাই পীর) বলেছেন, বাংলাদেশের জনগণ পরিবর্তনের জন্য রায় দিয়েছে। যদি কেউ সেই পরিবর্তনের পথ রুদ্ধ করতে চায়, তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।
শুক্রবার (২৫ জুলাই) বিকেলে বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে ইসলামী যুব আন্দোলনের নবম প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষ্যে আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘আমরা দেশপ্রেমিক, ইসলামের পতাকা নিয়ে সবসময় ন্যায়ের পক্ষে দাঁড়িয়েছি। আমরা দুর্নীতিবাজ বা খুনিদের সহযোগী হইনি। তাই সংসদে আমাদের দলীয় প্রতিনিধি নেই।’
দলটির প্রেসিডিয়াম সদস্য মাওলানা মোসাদ্দেক বিল্লাহ বলেন, ‘আওয়ামী লীগ চলে গেছে, এখন বিএনপি নামে নতুন চাঁদাবাজ দল মাথাচাড়া দিয়ে উঠছে। তাদের রুখতে হবে।’
গাজী আতাউর রহমান বলেন, ‘আওয়ামী লীগ নিজেদের মুক্তিযুদ্ধের দল দাবি করলেও এখন তাদের নেতা-কর্মীরা পরিচয় দিতে ভয় পায়। ১১ মাসে নিজেদের ১৫০ জন কর্মী খুন করেছে এমন একটি দল কীভাবে দেশ চালাবে?’
প্রশাসনকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘আপনারা নিরপেক্ষ থাকুন। বড় দল আসবে, ছোট দল যাবে— এভাবে চিন্তা করবেন না। আপনাদের দায়িত্ব দেশের প্রতি। অন্তর্বর্তী সরকার যেন সবার জন্য সমান সুযোগ তৈরি করে, সেটিই জাতীয় স্বার্থ।’
তিনি বলেন, ‘বিভিন্ন সময়ে আমাদের মূর্খ বলা হয়েছে। কিন্তু আমি দস্তখত করতে জানি, পড়তেও পারি, পড়াতেও পারি। তাহলে আমি কীভাবে মূর্খ? প্রকৃত মূর্খ হচ্ছে সেই জ্ঞানপাপীরা, যারা এসব বলে।’
সমাবেশের সভাপতি ছিলেন ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান মুজাহিদ। বক্তব্য দেন দলের মহাসচিব মাওলানা ইউনুস আহমদ, যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান, সহকারী মহাসচিব আহমদ আবদুল কাইয়ুমসহ অন্যান্য কেন্দ্রীয় নেতারা।
সমাবেশ শেষে ২১ জুলাই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের নিহত শিক্ষার্থীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া পরিচালনা করা হয়।