Monday 04 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইনজুরিতে মেসি, মাঠে ফিরতে পারবেন কবে?

স্পোর্টস ডেস্ক
৩ আগস্ট ২০২৫ ১১:২১

ইনজুরি নিয়ে মাঠ ছাড়লেন মেসি

টানা ৫ ম্যাচে জোড়া গোল করে ফর্মের তুঙ্গে আছেন তিনি। ইন্টার মায়ামির হয়ে দুর্দান্ত ফর্মে থাকা লিওনেল মেসি আজ বড় এক ধাক্কা খেলেন। মেজর সকার লিগের ম্যাচে নেকাক্সার বিপক্ষে ইনজুরিতে পড়ে মাঠ ছেড়েছেন মেসি।

নেকাক্সার বিপক্ষে ম্যাচে শুরুর একাদশে ছিলেন মেসি। তবে খুব বেশিক্ষণ মাঠে থাকতে পারেননি তিনি। ১১ মিনিটের মাথায় অস্বস্তি বোধ করেন তিনি। কিছুক্ষণ প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর খেলা চালিয়ে যেতে পারেননি তিনি। একরাশ হতাশা নিয়েই তাকে বদলি করে মায়ামি।

ম্যাচের পর মায়ামি কোচ মাসচেরানো জানিয়েছেন, হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছেন মেসি, ‘মেসি তার হ্যামস্ট্রিংয়ে ব্যথা অনুভব করছিল। ইনজুরিটা আসলে কতটা গুরুতর সেটা আগামীকালই বুঝতে পারব। হয়তো খুব গুরুতর কিছু না। তবে এখন পর্যন্ত কিছু বলা যাচ্ছে না। আশা করছি সে দ্রুতই মাঠে ফিরতে পারবে।’

বিজ্ঞাপন

ক্যারিয়ারে বেশ কয়েকবার হ্যামস্ট্রিং ইনজুরিতে ভুগেছেন মেসি। সবশেষ বিশ্বকাপ বাছাইপর্বে ইকুয়েডরের বিপক্ষে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছিলেন তিনি।

সারাবাংলা/এফএম

ইন্টার মায়ামি লিওনেল মেসি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর