Thursday 23 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশে আসছে আর্জেন্টিনা নারী দল?

স্পোর্টস ডেস্ক
৭ আগস্ট ২০২৫ ১৩:১০

বাংলাদেশের বিপক্ষে খেলতে আসছে আর্জেন্টিনা দল

২০২৬ সালে প্রথমবারের মতো এশিয়ান কাপের মূল পর্বে খেলবে বাংলাদেশ। ইতিহাস গড়ার আগে তাই নিজেদের খানিকটা ঝালিয়ে নিতে চাচ্ছে বাংলাদেশ। গুঞ্জন উঠেছে, বাংলাদেশের সঙ্গে প্রীতি ম্যাচ খেলতে ঢাকা আসতে পারে আর্জেন্টিনা নারী ফুটবল দল।

নারী এশিয়ান কাপের আগে বাংলাদেশের চেয়ে র‍্যাংকিংয়ে এগিয়ে থাকা দেশগুলোর সঙ্গে ফিফা উইন্ডোতে ম্যাচ খেলতে চায় বাংলাদেশ। এরই মধ্যে ২০-২৫টি দেশকে চিঠি দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।

চিঠি দেওয়া দেশগুলোর মধ্যে আছে লাতিন আমেরিকার কয়েকটি দেশ। তাদের মধ্যে সবচেয়ে সবচেয়ে বড় নাম আর্জেন্টিনা।

গ্রুপিং চূড়ান্ত হওয়ার পর থেকেই নারী দল নিয়ে ছয় মাসের পরিকল্পনা সাজিয়েছে বাফুফে। আগামী সেপ্টেম্বর থেকে ক্যাম্প শুরু হবে। অক্টোবর-নভেম্বরের ফিফা উইন্ডোতে শক্তিশালী দলের বিপক্ষে ম্যাচ খেলার চিন্তা করছে বাফুফে।

বিজ্ঞাপন

দক্ষিণ এশিয়ার কোনো দেশের বিপক্ষে ফিফা উইন্ডোতে ম্যাচ খেলতে ইচ্ছুক নয় বাংলাদেশ। ইউরোপ, এশিয়া এবং লাতিন আমেরিকার দেশগুলোর মধ্যেই ম্যাচ খেলার পরিকল্পনা বাফুফের। এশিয়ার মধ্যে থাইল্যান্ড, হংকং, কোরিয়া, জাপান ও চীনের সঙ্গে যোগাযোগ করছে বাফুফে। ইউরোপের মধ্যে সার্বিয়া ফুটবল ফেডারেশনকে প্রস্তাব দেওয়া হয়েছে।

এশিয়ান কাপের আগে দেশে ও দেশের বাইরে ৪টি প্রীতি ম্যাচ খেলতে পারে বাংলাদেশ।

সারাবাংলা/এফএম