Sunday 12 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পূর্ব তিমুরকে ৮ গোলের লজ্জা দিল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
৮ আগস্ট ২০২৫ ১৭:৩১ | আপডেট: ৮ আগস্ট ২০২৫ ২০:৩৭

পূর্ব তিমুরের বিপক্ষে বিশাল জয় পেল বাংলাদেশ

অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইপর্বের প্রথম ম্যাচে লাওসকে ৩-১ গোলে হারিয়েছিল বাংলাদেশ নারী দল। নিজেদের দ্বিতীয় ম্যাচে আরও দাপুটে জয় পেল বাংলাদেশ। ভিয়েনতিয়েনের নিউ লাওস ন্যাশনাল স্টেডিয়ামে পূর্ব তিমুরকে ৮-০ গোলে বিধ্বস্ত করে টানা দ্বিতীয় জয় পেয়েছে বাংলাদেশের মেয়েরা।

ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত ছিল বাংলাদেশের দাপট। বাংলাদেশের হয়ে হ্যাটট্রিক পেয়েছেন তৃষ্ণা রানি সরকার। ২০ মিনিটে গোলবন্যার সূচনা করেন সিনহা শিখা।

৩৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন শান্তি মারদি। ৩৬ মিনিটে দলের হয়ে তৃতীয় গোল আসে নবিরন খাতুনের পা থেকে। হাফ টাইমের ঠিক আগে চতুর্থ গোল করেন তৃষ্ণা। ৪-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ।

বিজ্ঞাপন

তৃষা আরও দুটি গোল করেছেন ৫৭ ও ৮২ মিনিটে। ৭৩ মিনিটে গোল পান সাগরিকা। ৯৮ মিনিটে মুনকি আক্তার করেন দলের ৮ম গোল।

শেষ পর্যন্ত ৮-০ গোলের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। গ্রুপ এইচের ম্যাচে ১০ আগস্ট পরবর্তী ম্যাচে শক্তিশালী দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ।

সারাবাংলা/এফএম