Thursday 04 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নতুন মৌসুমে মাঠে নামছেন হামজা

স্পোর্টস ডেস্ক
১১ আগস্ট ২০২৫ ১৪:১৩ | আপডেট: ১১ আগস্ট ২০২৫ ১৬:২৮

লেস্টারের হয়ে মাঠে নামবেন হামজা

গত মৌসুমের মাঝপথে লেস্টার সিটি ছেড়ে ধারে খেলতে গিয়েছিলেন দ্বিতীয় বিভাগের দল শেফিল্ড ইউনাইটেডে। প্রিমিয়ার লিগে ফেরার দ্বারপ্রান্তে গিয়েও ব্যর্থ হয়েছে হামজার দল শেফিল্ড। এদিকে প্রিমিয়ার লিগ থেকে অবনমন হয়েছে লেস্টারেরও। আজ সেই লেস্টারের হয়েই মৌসুমের প্রথম ম্যাচে মাঠে নামবেন বাংলাদেশ ফুটবলের সবচেয়ে বড় তারকা হামজা।

শেফিল্ডে মৌসুমের অর্ধেক ভাগ কাটিয়েছিলেন হামজা। শেফিল্ড থেকে আবার লেস্টারেই ফিরেছেন তিনি। লেস্টার এবার খেলবে চ্যাম্পিয়নশিপে।

আজ রাত ৯.৩০ মিনিটে মৌসুমের প্রথম ম্যাচে কিং পাওয়া স্টেডিয়ামে শেফিল্ড ওয়েনজডের বিপক্ষে মাঠে নামবেন হামজারা।

বিজ্ঞাপন

নতুন মৌসুমকে সামনে রেখে প্রাক মৌসুমটা দারুণ কেটেছে হামজাদের। নতুন কোচ সিফুয়েন্তেসের অধীনে ৬ ম্যাচের ৫টিতেই জিতেছে লেস্টার।

হামজারা কি পারবেন এই মৌসুমে দুর্দান্ত কিছু করে প্রিমিয়ার লিগে ফিরতে?

সারাবাংলা/এফএম