Monday 11 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাবেক প্রধান বিচারপতি খায়রুলের জামিন শুনানিতে হাতাহাতি

স্টাফ করেসপন্ডেন্ট
১১ আগস্ট ২০২৫ ১৬:৫৬ | আপডেট: ১১ আগস্ট ২০২৫ ২০:২৮

আওয়ামীপন্থী-রাষ্ট্রপক্ষের আইনজীবীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে।

ঢাকা: জুলাই-আগস্ট আন্দোলনে রাজধানীর যাত্রাবাড়ীতে যুবদলকর্মী আবদুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের জামিনসহ মামলা বাতিল আবেদনের শুনানিতে আওয়ামীপন্থী-রাষ্ট্রপক্ষের আইনজীবীদের হাতাহাতির ঘটনা ঘটেছে।

সোমবার (১১ আগস্ট) বিচারপতি জাকির হোসেন ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চের এজলাস কক্ষে এ ঘটনা ঘটে। এর মধ্যেই এ আবেদনের পরবর্তী শুনানির জন্য আগামী ১৭ আগস্ট দিন ধার্য করেন আদালত।

এদিন বিকেল ৩টার দিকে খায়রুল হকের পক্ষে শুনানি করার জন্য আদালতে হাজির হন জ্যেষ্ঠ আইনজীবী এম কে রহমান, কামরুল হক সিদ্দিকী, জেড আই খান পান্না, মোহসীন রশিদ, মোতাহার হোসেন সাজু, সৈয়দ মামুন মাহবুবসহ আওয়ামীপন্থী বেশ কয়েকজন আইনজীবী। এজলাস কক্ষে আগে থেকেই ছিলেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা।

বিজ্ঞাপন

শুনানিতে রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল রাসেল আহমেদ আদালতে বলেন, ‘অ্যাটর্নি জেনারেল এক সপ্তাহ সময় নিতে বলেছেন। এক সপ্তাহ পর এটা শুনানির জন্য রাখেন।‘ তখন ডেপটি অ্যাটর্নি জেনারেলকে খায়রুল হকের পক্ষে আইনজীবী মোহসিন রশিদ বলেন, ‘আপনি আদালতকে এভাবে নির্দেশনা দিতে পারেন না।’ এই কথা বলার সঙ্গে খায়রুল হকের আইনজীবী ও রাষ্ট্রপক্ষের আইনজীবীদের মধ্যে হইচই শুরু হয়। এতে হাতাহাতিসহ ধাক্কাধাক্কির ঘটনাও ঘটে।

রাষ্ট্রপক্ষের আইনজীবীরা খায়রুল হকের আইনজীবীদের উদ্দেশ্যে বলেন, ‘সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহাকে যখন দেশছাড়া করা হলো তখন আপনারা কোথায় ছিলেন? আজ খায়রুল হকের মতো গণতন্ত্র ধ্বংসকারী কুলাঙ্গারের জামিন চাইতে এসেছেন।’ এ সময় বার বার উভয়পক্ষের আইনজীবীদের নিবৃত্ত করার চেষ্টা করেন আদালত।

এর আগে, জুলাই-আগস্ট আন্দোলনে ঢাকার যাত্রাবাড়ীতে যুবদলকর্মী আবদুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় খায়রুল হকের জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করা হয়। একইসঙ্গে মামলাটি বাতিল চান আসামিপক্ষের আইনজীবীরা।

সারাবাংলা/আরএম/এইচআই

জামিন জুলাই-আগস্ট আন্দোলন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হাতাহাতি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর