ঢাকা: সংস্কার বাস্তবায়ন ও ‘জুলাই সনদ’ কার্যকর না হলে নির্বাচনে অংশ নেওয়ার কোনো যৌক্তিকতা নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন।
সোমবার (১১ আগস্ট) রাতে দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘সংস্কারের বিষয়কে পাশ কাটিয়ে সরকার নির্বাচনের দিকে যাচ্ছে, এতে জাতি হতাশাগ্রস্ত। সংস্কার সম্পূর্ণ করা সরকারের অবশ্যকরণীয়।’
তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে সুষ্ঠু নির্বাচনি পরিবেশ নিয়ে শঙ্কা প্রকাশ করেন। আখতার জানান, সবকিছু ঠিক থাকলে ৩০০ আসনেই প্রার্থী দেওয়ার সক্ষমতা রাখে এনসিপি এবং দেশের স্বার্থে প্রয়োজনে জোটেও যেতে পারে দলটি।