Friday 24 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১৫ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ল জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ

স্টাফ করেসপন্ডেন্ট
১২ আগস্ট ২০২৫ ১১:১৬ | আপডেট: ১২ আগস্ট ২০২৫ ১৩:০২

ঢাকা: সরকার জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ আরও এক মাস বাড়িয়েছে। সোমবার (১১ আগস্ট) রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়, কমিশনের মেয়াদ আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

গত ১২ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে সাত সদস্যের জাতীয় ঐকমত্য কমিশন গঠিত হয়।

সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রীয়াজকে সহ-সভাপতি করা হয়। শুরুতে ছয় মাস মেয়াদ দিয়ে ১৫ আগস্টের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিল কমিশনের। তবে মেয়াদ শেষ হওয়ার আগে এক মাস সময় বাড়ানো হলো।

কমিশনের অন্যান্য সদস্যরা হলেন—জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী, পুলিশ সংস্কার কমিশনের প্রধান সফররাজ হোসেন, নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার, বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান বিচারপতি এমদাদুল হক এবং দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশনের প্রধান ড. ইফতেখারুজ্জামান।

বিজ্ঞাপন

সারাবাংলা/এফএন/ইআ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর