Thursday 22 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডাকসু এবং হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ শুরু আজ

ঢাবি করেসপন্ডেন্ট
১২ আগস্ট ২০২৫ ১১:২১ | আপডেট: ১২ আগস্ট ২০২৫ ১৩:০২

কোলাজ ছবি: সারাবাংলা

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এবং হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ শুরু হবে আজ।

মঙ্গলবার (১২ আগস্ট) প্রার্থীরা প্রতিটি মনোনয়ন ফরমের ফি ৩০০ টাকার বিনিময়ে মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রার্থীরা ১২ আগস্ট থেকে ১৮ আগস্ট পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৯ আগস্ট বিকেল ৩টায়।

এতে আরও বরা হয়, প্রার্থীরা সশরীরে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের তৃতীয় তলায় অবস্থিত চিফ রিটার্নিং কর্মকর্তার অফিস থেকে এ মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিল করতে পারবেন। একই সময়ে হল সংসদের মনোনয়নপত্র প্রার্থীকে সংশ্লিষ্ট হল রিটার্নিং কর্মকর্তাদের কাছ থেকে সশরীরে সংগ্রহ ও দাখিল করতে হবে।

বিজ্ঞাপন

ডাকসু ও হল সংসদ আচরণ বিধিমালা-২০২৫ অনুযায়ী, মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদানের সময় কোনো মিছিল বা শোভাযাত্রা করা যাবে না এবং পাঁচজনের বেশি সমর্থক নিয়ে মনোনয়নপত্র সংগ্রহ বা জমা দেওয়া যাবে না।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ডাকসু ও হল সংসদ নির্বাচন-২০২৫-এর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পরও তালিকায় বহিষ্কৃত ও মামলায় অভিযুক্ত কোনো শিক্ষার্থীর নাম অন্তর্ভুক্ত থাকলে উপযুক্ত তথ্য-প্রমাণ পাওয়া সাপেক্ষে তার নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হবে।

সারাবাংলা/কেকে/ইআ
বিজ্ঞাপন

আসনভিত্তিক ভোটার সংখ্যা প্রকাশ
২২ জানুয়ারি ২০২৬ ২০:২৩

৮ ইউএনও’র বদলি আদেশ বাতিল
২২ জানুয়ারি ২০২৬ ২০:০৫

আরো

সম্পর্কিত খবর