Thursday 14 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নীলফামারীতে কোয়ার্টার থেকে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ আগস্ট ২০২৫ ১৭:৫৩ | আপডেট: ১২ আগস্ট ২০২৫ ১৮:৩৬

প্রতীকী ছবি: সারাবাংলা

নীলফামারী: নীলফামারীর সৈয়দপুরে রেলওয়ের একটি কোয়ার্টার থেকে এক মধ্যবয়সী নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১২ আগস্ট) বেলা সাড়ে ১২টার দিকে শহরের মুন্সিপাড়া রেলওয়ে কলোনির দর্জিপট্টি রোড এলাকায় তালা ভেঙে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ওই কোয়ার্টারে বসবাস করছিলেন নীলফামারী সদর উপজেলার পূর্ব চাপড়া এলাকার মৃত জামালের ছেলে জাহিদুল ইসলাম (৪৮)। তিনি শহরের কিছুক্ষণ মোড় ও রেল লাইনের পাশে অস্থায়ী দোকান বসিয়ে চটপটি বিক্রি করতেন। তার স্ত্রী ও ছেলে চট্টগ্রামে থাকেন।

মঙ্গলবার সকাল ১১টার দিকে জাহিদুলের স্ত্রী রোকসানা পাশের কোয়ার্টারের বাসিন্দা সেলিনাকে ফোন দিয়ে জানান, তাদের বাসায় একজন মহিলার মরদেহ রয়েছে এবং তার পরিচয় তারা জানেন না। রোকসানা আরও বলেন,‘আমার স্বামী ভয় পেয়ে চট্টগ্রামে চলে গেছেন। পারলে আপনারা দাফনের ব্যবস্থা করেন।’ এরপর থেকে জাহিদুল ও তার স্ত্রীর মোবাইল ফোন বন্ধ রয়েছে।

বিজ্ঞাপন

স্থানীয় বাসিন্দা সেলিনা জানান, বিষয়টি তিনি এলাকার ঠিকাদার আতিকুল ইসলামকে জানান। পরে আতিকুলসহ এলাকাবাসী গিয়ে কোয়ার্টারের গেটে তালা দেখতে পান। জানালা দিয়ে ভেতরটা দেখা সম্ভব না হলেও তীব্র দুর্গন্ধ পাওয়া যাচ্ছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তালা ভেঙে ঘরে প্রবেশ করলে মেঝেতে অর্ধগলিত মরদেহ দেখতে পান।

পুলিশ সুরতহাল তদন্তকালে সেলিনার মোবাইলে ফোন করে জাহিদুল দাবি করেন, ‘মৃত নারীর নাম আলমা (৪০), বাড়ি ঢাকার বিক্রমপুরে। জাহিদুলের ভাষ্যমতে, গত কয়েকদিন ধরে ওই নারী নিয়মিত তার দোকানে যেতেন এবং রাত পর্যন্ত অবস্থান করতেন। শনিবার রাতে দোকান বন্ধ করে বাসায় ফেরার সময় তিনি তার পিছু নেন এবং জোর করে ঘরে প্রবেশ করেন।’

জাহিদুল বলেন, ‘বাধ্য হয়ে তাকে রাতে থাকতে দেই। রাত ২টার দিকে তার স্বাভাবিক মৃত্যু হয়। এতে আমি হতবাক হয়ে যাই। সকাল পর্যন্ত কিছু বুঝতে না পেরে মরদেহ রেখে পালিয়ে যাই। আমি হত্যা করিনি, পোস্ট মর্টেম করে প্রমাণ পাওয়া যাবে। দোষী হলে শাস্তি মেনে নেব।’ এরপর তিনি ফোন কেটে দেন।

সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফইম উদ্দিন বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য নীলফামারী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।’

সারাবাংলা/এসএস

অর্ধগলিত উদ্ধার নারী মরদেহ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর