Tuesday 12 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডাকসুর সাবেক ভিপি মাহফুজা খানম আর নেই

ঢাবি করেস্পন্ডেন্ট
১২ আগস্ট ২০২৫ ১৮:৩৭

ডাকসুর সাবেক ভিপি মাহফুজা খানম। ফাইল ছবি

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি মাহফুজা খানম মারা গেছেন। ডাকসুর ইতিহাসে একমাত্র নারী ভিপি ছিলেন তিনি। তার বয়স হয়েছিল ৭৯ বছর।

মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে তিনি রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মাহফুজা খানমের স্বামী সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ। তার ছেলে মাহবুব শফিক গণমাধ্যমকে জানান, তার মা আজ বেলা ১১টার দিকে শরীরচর্চার জন্য বের হয়েছিলেন। পথে অসুস্থ বোধ করেন। হাসপাতালে নেওয়ার পর তাকে মৃত ঘোষণা করা হয়।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, এদিন বাদ আসর ইন্দিরা রোডের বাসায় বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মাহফুজা খানমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

জানা গেছে, সর্বসাধারণের শ্রদ্ধা জানানোর জন্য বুধবার (১৩ আগস্ট) তার মরদেহ কেন্দ্রীয় শহিদ মিনারে নেওয়া হবে। সেখানে সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত শ্রদ্ধা জানানোর জন্য রাখা হবে। এর পর দুপুর ১২টায় নেওয়া হবে ডাকসু ভবনে। বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জানাজা হবে। জানাজা শেষে তাকে আজিমপুর কবরস্থানে দাফন করা হবে।

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৯৬৬-৬৭ ডাকসু নির্বাচনে ছাত্র ইউনিয়ন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে ভিপি নির্বাচিত হন মাহফুজা খানম। তিনি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্যও ছিলেন তিনি। ২০০৯ সালে ছিলেন বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির সাধারণ সম্পাদক হন।

সারাবাংলা/কেকে/পিটিএম

টপ নিউজ ডাকসু মারা গেছেন মাহফুজা খানম সাবেক ভিপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর