Sunday 18 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আমরা লুকিয়েছিলাম, কিন্তু পালাইনি: গয়েশ্বর

স্পেশাল করেসপন্ডেন্ট
১২ আগস্ট ২০২৫ ১৯:১৫ | আপডেট: ১২ আগস্ট ২০২৫ ২০:৩৭

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। ছবি: সংগৃহীত

ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নয় মাস যুদ্ধ করেছিলেন দেশের ভেতর থেকে। বাকিরা ছিলেন সীমান্তের ওপারে। আমাদের নেত্রী খালেদা জিয়াও পালাননি। আমরা লুকিয়েছিলাম, কিন্তু পালাইনি। আমরা গেরিলার মতো যুদ্ধ পরিচালনা করেছি ও কর্মীদের পথ দেখিয়েছি। শেখ মুজিবের পালানোর অভ্যাস ছিল। শেখ হাসিনাও সেই অভ্যাসটাই পেয়েছেন।

মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে নয়াপল্টনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর জন্মদিন উপলক্ষে ‘আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ’ এ অনুষ্ঠান আয়োজন করে।

বিজ্ঞাপন

গয়েশ্বর বলেন, ‘যারা পিআর চায় তারা কখনোই জনগণের সঙ্গে ছিল না। ৭১-এ স্বাধীনতার বিরোধিতা করেছে জামায়াত। রাজাকার, স্বৈরাচার, বাকশাল- এই তিনটা শব্দ মানুষের কাছে ঘৃণিত। যত সংস্কার হোক জামায়াত ভালো হবে না। তাদের ভাব অনেক বেশি বেড়ে গেছে।’

তিনি বলেন, ‘জামায়াত নির্বাচন ভণ্ডুল করার জন্য যথেষ্ট। সচিবালয়ে সব জামায়াত। এত জামায়াত কোথা থেকে এলো। হাসিনা কি জামায়াত পালতো?’

তিনি বলেন, ‘১/১১-এর সময় শুধু চিকিৎসার জন্য কোকো বিদেশ যেতে চেয়েছিলেন। কোকো রাজনৈতিক চক্রান্তের শিকার। সে রাজনীতি করত না, খেলাধুলা নিয়ে থাকত। কোর্টে হাজিরা দিতে যেত শ্বাসকষ্ট নিয়ে। অনেকে বলে জিয়া পরিবার শেষ করে দিতে। কিন্তু মূর্খরা বোঝে না এটা সম্ভব না। আমরা পয়সা খরচ করে জিয়ার প্রচারণা করিনি। জিয়ার নাম মানুষের মুখে-মুখে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর