Wednesday 13 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ভোট দিলে ধানের শীষে, দেশ গড়ব মিলেমিশে’

স্পেশাল করেসপন্ডেন্ট
১২ আগস্ট ২০২৫ ২০:১৪ | আপডেট: ১৩ আগস্ট ২০২৫ ১২:০৬

ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি: সারাবাংলা

ঢাকা: নিরাপদ কর্মপরিবেশ সৃষ্টি করাই আগামী দিনে বিএনপির মূল রাজনীতি উল্লেখ করে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিন, দেশ গড়ার সুযোগ দিন। ভোট দিলে ধানের শীষে, দেশ গড়ব মিলেমিশে।

মঙ্গলবার (১২ আগস্ট) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ের চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান। লন্ডন থেকে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

‘যুব সমাজের প্রত্যাশা ও বিএনপির পরিকল্পনায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল।

বিজ্ঞাপন

তারেক রহমান বলেন, ‘বিএনপি তার অতীত অভিজ্ঞতা দিয়ে দেশকে গড়ে তুলতে চায়। এ জন্য আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে দেশ গড়ার সুযোগ করে দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি। প্রতিহিংসা এড়িয়ে চললে দেশে সকল সম্ভাবনার দুয়ার উন্মোচন হবে। স্লোগাননির্ভর রাজনীতির দিন ফুরিয়ে এসেছে। শুধু প্রতিশ্রুতি নয়, বিএনপি প্রতিশ্রুতি বাস্তবায়নে বিশ্বাস করে।’

তিনি বলেন, ‘জনগণ প্রচলিত রাজনীতির পরিবর্তন চাইছে। আকাঙ্ক্ষা পূরণে প্রতিশ্রুতি নয়, জনগণ প্রতিশ্রুতি বাস্তবায়ন চায়। তাই আগামী দিনে কর্মসংস্থানের রাজনীতি চালু করবে বিএনপি। জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তর করতে পারলে জনসংখ্যা দেশের জন্য আশীর্বাদ হবে।’

স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানীর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমিন, বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু, যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন ও ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব প্রমুখ।

সারাবাংলা/এজেড/এইচআই

তারেক রহমান ধানের শীষ বিএনপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর