Tuesday 12 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিগগিরই ভোটগ্রহণ কর্মকর্তাদের প্যানেল তৈরি করবে ইসি

স্টাফ করেসপন্ডেন্ট
১২ আগস্ট ২০২৫ ২০:৫০ | আপডেট: ১২ আগস্ট ২০২৫ ২২:২৭

ঢাকা: আসন্ন নির্বাচনকে সামনে রেখে প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসারদের প্রাথমিক প্যানেল তৈরির সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (১২ আগস্ট) ইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শিগগিরই ভোটগ্রহণ কর্মকর্তাদের প্যানেল তৈরির সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ ক্ষেত্রে আগের নির্বাচনে ভোটগ্রহণকারী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের তথ্য প্যানেলে অন্তর্ভুক্ত রাখবে সংস্থাটি।

ভোটগ্রহণ কর্মকর্তাদের প্যানেল প্রস্তুত ও প্রশিক্ষণ কার্যক্রম তদারকি সংক্রান্ত কমিটির বৈঠকে এমন সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে।

বিজ্ঞাপন

জানা গেছে, মাঠ কর্মকর্তাদের শিগগিরই চিঠি পাঠাবে কমিশন।

এবার পৌনে ১৩ কোটি ভোটারের জন্য মোট ৪৪ হাজার ৯৩৪টি ভোটকেন্দ্র এবং ২ লাখ ৭৮ হাজার ৮৬৫টি ভোটকক্ষ লাগতে পারে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এবার প্রায় ৯ লাখ ২৫ হাজার ৬০৫ জন ভোটগ্রহণ কর্মকর্তাকে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন।

আরও জানা গেছে, ভোটগ্রহণ কর্মকর্তারা আগের নির্বাচনে ভোটগ্রহণকারী কর্মকর্তা হিসেবে দায়িত্বপালন করেছেন কি না, তা ছকে উল্লেখ থাকতে হবে। ভোটগ্রহণ কর্মকর্তা হিসেবে সব সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান থেকে তালিকা সংগ্রহ করতে হবে।

এ ছাড়া ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্যানেলভুক্তির যোগ্যতায় প্রয়োজনবোধে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বা কর্মকর্তা বা কর্মচারীদের অন্তর্ভুক্ত করতে হবে।

সারাবাংলা/এনএল/এইচআই

ইসি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ভোটগ্রহণ কর্মকর্তা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর