Wednesday 20 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডাকসু নির্বাচন
প্রথম দিনে মনোনয়নপত্র নিলেন ৭ প্রার্থী

ঢাবি করেসপন্ডেন্ট
১২ আগস্ট ২০২৫ ২১:৩৮ | আপডেট: ১২ আগস্ট ২০২৫ ২৩:৫৫

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু)

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে মনোনয়ন বিতরণের প্রথম দিনে কেন্দ্রীয় সংসদে মনোয়ন পত্র সংগ্রহ করেছেন সাত জন।

মঙ্গলবার (১২ আগস্ট) বিকেলে ডাকসু নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জসীম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ভিপি পদে দুজন প্রার্থী মনোয়ন সংগ্রহ করেছেন। বাকি ৫ জন সদস্য পদের জন্য মনোয়ন সংগ্রহ করেছেন।

তবে বিশ্ববিদ্যালয়ের হল সংসদগুলোতে কতজন মনোয়ন সংগ্রহ করেছে তা জানা যায়নি।

আজ (১২ আগস্ট) থেকে ডাকসু নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ শুরু হয়েছে। চলবে আগামী ১৮ আগস্ট পর্যন্ত।

সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের তৃতীয় তলায় প্রধান রিটার্নিং কর্মকর্তার অফিস থেকে প্রার্থীরা সরাসরি মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন। সংগ্রহ করা মনোনয়নপত্র ১৯ আগস্ট বিকেল ৩টার মধ্যে জমা দিতে হবে।

বিজ্ঞাপন

হল সংসদের জন্য মনোনয়নপত্রও একই সময়ে সংশ্লিষ্ট হলের রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে সংগ্রহ ও জমা দেওয়া যাবে।

সারাবাংলা/কেকে/এইচআই

ডাকসু ঢা‌বি মনোনয়নপত্র

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর