Saturday 16 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জুলাই শহিদের কবর জিয়ারত করে চট্টগ্রাম নগর এনসিপির যাত্রা শুরু

স্পেশাল করেসপন্ডেন্ট
১২ আগস্ট ২০২৫ ২২:০২

চট্টগ্রাম ব্যুরো: জুলাই শহিদ মোহাম্মদ আলমের কবর জিয়ারতের মধ্য দিয়ে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি’র চট্টগ্রাম মহানগর কমিটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।

মঙ্গলবার (১২ আগস্ট) সন্ধ্যায় নগরীর গরীবুল্লাহ শাহ মাজার সংলগ্ন কবরস্থানে জুলাই শহিদ মোহাম্মদ আলমের কবর জিয়ারত করেন নগর এনসিপির নেতাকর্মীরা।

এসময় নগর এনসিপির যুগ্ম সমন্বয়কারি ইরফানুল হক সাংবাদিকদের বলেন, ‘আমরা শহিদদের আত্মত্যাগ বুকে ধারণ করে আমাদের কার্যক্রম পরিচালনা করবো। খুব দ্রুততম সময়ের মধ্যে আমরা থানা-ওয়ার্ড ছাড়িয়ে মহানগরের প্রতিটা মানুষের কাছে পৌঁছাবো।’

যুগ্ম সমন্বয়কারী আরিফ মইনুদ্দিন সাংবাদিকদের বলেন, ‘জুলাই শহিদ ও আহতদের গড়ে তোলা এই নতুন বাংলায় আমরা দায় ও দরদের রাজনীতি করে এগিয়ে যাবো। আমাদের প্রতিটি পদক্ষেপ হবে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে।’

বিজ্ঞাপন

আরেক যুগ্ম সমন্বয়কারী মোহাম্মদ রাফসান জানি বলেন, ‘নয়া রাজনৈতিক বন্দোবস্তে প্রতিটি নাগরিকের অধিকার প্রতিষ্ঠায় চট্টগ্রামে এনসিপি সর্বাত্মক ভূমিকা রাখবে। আমরা মানুষের দুয়ারে দুয়ারে ন্যায় ও ইনসাফের বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে যাবো। ইনশাআল্লাহ নতুন বাংলাদেশে বৈষম্যের কোনো ঠাঁই হবে না।’

গত ৯ আগস্ট এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য সচিব আখতার হোসেন ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ দলটির ৩২ সদস্যের চট্টগ্রাম মহানগর কমিটি অনুমোদন দেন।

সারাবাংলা/আরডি/এসএস

এনসিপি চট্টগ্রাম নগর যাত্রা