Wednesday 13 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পিএসজি-টটেনহাম সুপার কাপ ফাইনাল যেভাবে দেখবেন

স্পোর্টস ডেস্ক
১৩ আগস্ট ২০২৫ ১০:৪৯

ফাইনালে মুখোমুখি পিএসজি-টটেনহাম

চ্যাম্পিয়নস লিগ বিজয়ী দল ও ইউয়েফা লিগ জয়ী দল মৌসুমে শুরুতে মুখোমুখি হয় ইউয়েফা সুপার কাপে। এবারও ইউরোপিয়ান অঞ্চলের নতুন মৌসুম শুরুর আগে আয়োজন করা হচ্ছে সুপার কাপের ফাইনাল। আজ এই ফাইনালে মুখোমুখি ফরাসি ক্লাব পিএসজি ও ইংলিশ ক্লাব টটেনহাম।

গত মৌসুমে ইতিহাস গড়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগের শিরোপা ঘরে তুলেছিল পিএসজি। ঠিকই একইভাবে ইতিহাস গড়ে প্রথমবারের মতো ইউয়েফা লিগের শিরোপা জিতেছিল টটেনহাম।

পিএসজি ও টটেনহাম তাই মুখোমুখি হচ্ছে সুপার কাপের ফাইনালে। ইতালির ব্লুনেগরি স্টেডিয়ামে বাংলাদেশ সময় আজ রাত ১টায় মাঠে নামবে দুই দল।

বাংলাদেশের ফুটবল সমর্থকরা এই ফাইনাল উপভোগ করতে পারবেন টিভি ও অনলাইনে। টিভিতে সনি স্পোর্টস-২তে দেখা যাবে সুপার কাপের ফাইনাল। এছাড়াও অনলাইনে ইয়াল্লা শুট, বেইন স্পোর্টসে দেখা যাবে ম্যাচটি।

বিজ্ঞাপন

সারাবাংলা/এফএম

ইউয়েফা সুপার কাপ টটেনহাম পিএসজি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর