Wednesday 13 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না- এ ধরনের বক্তব্য স্বৈরাচারের পদধ্বনি’

স্পেশাল করেসপন্ডেন্ট
১৩ আগস্ট ২০২৫ ১৭:১৪ | আপডেট: ১৩ আগস্ট ২০২৫ ১৯:৩৫

বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন।

ঢাকা: ‘ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না’ এ ধরনের বক্তব্য ‘স্বৈরাচারের পদধ্বনি’ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন।

বুধবার (১৩ আগস্ট) দুপুরে শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর তিনি এ মন্তব্য করেন।

ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) নবনির্বাচিত সভাপতি অধ্যাপক হারুন আল রশিদ এবং মহাসচিব ডা. জহিরুল ইসলাম শাকিলসহ চিকিৎসকদের নিয়ে জিয়ার কবরে শ্রদ্ধা জানাতে যান তিনি।

এর আগে, মঙ্গলবার রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশনে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে জাতীয় যুব সম্মেলনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘‘নির্বাচনের ডেট ঘোষণা হয়েছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে; ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না।”

বিজ্ঞাপন

এ বক্তব্যের প্রতিক্রিয়ায় ডা. এজেড এম জাহিদ হোসেন বলেন, ‘‘আজকে আমরা অনেক কথা শুনতে পাই। কেউ কেউ হুমকি দেন যে, আগামী দিন (ফেব্রুয়ারি) হতে দেবেন না। মনে হচ্ছে, সেই স্বৈরাচারের যে আচরণ ছিল, স্বৈরাচারের যে কথা ছিল, সেই ধরণের কথার পদধবনি আমরা শুনতে পাই।’’

এনসিপি নেতাদের উদ্দেশে তিনি বলেন, ‘‘আমি আহ্বান জানাব, আপনাদের কর্মসূচি নিয়ে মাঠে থাকেন, ধমক দিয়ে দাবিয়ে রাখা যাবে না নির্বাচনী অভিযাত্রাকে।”

জাহিদ হোসেন বলেন, ‘‘নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। কেউ কেউ বলার চেষ্টা করেন প্রধান উপদেষ্টা মহোদয় তো প্রধান নির্বাচন কমিশনারসহ নির্বাচন কমিশনকে বলে দিয়েছেন ফেব্রুয়ারির মধ্যভাগের মধ্যে নির্বাচন সম্পন্ন করতে। যখন আমরা শুনতে পাই সরকারের একটি অংশ এখনো যারা সরকারের সঙ্গে সম্পৃক্ত আছেন, সেই অংশের পক্ষ থেকে কেউ কেউ যখন বলেন, নির্বাচন করতে দেব না, ওটা না করলে হতে দেব না, আবার গণতন্ত্রের কথা বলবেন।”

এ সময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য অধ্যাপক ফরহাদ হালিম ডোনার, অধ্যাপক একেএম আজিজুল হক, বিজন কান্তি সরকার, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রফিকুল ইসলামসহ প্রবীণ-নবীন চিকিৎসকরা।

সারাবাংলা/এজেড/ইআ

ডা. এজেডএম জাহিদ হোসেন