Thursday 14 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘সংস্কার নিয়ে যারা ধুম্রজাল তৈরি করছে তারা নির্বাচন বানচাল করতে চায়’

মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট
১৩ আগস্ট ২০২৫ ২০:৫৯ | আপডেট: ১৪ আগস্ট ২০২৫ ০০:০৩

জামায়াতে ইসলামী আয়োজিত বিক্ষোভ মিছিল

ঢাকা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, দেশের মানুষ এবার একটি সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করে। মানুষকে যা-তা বুঝিয়ে নির্বাচন করার সুযোগ নেই। সংস্কার নিয়ে যারা ধুম্রজাল তৈরি করছে তারা নির্বাচন বানচাল করতে চায়।

বুধবার (১৩ আগস্ট) রাজধানীর বিজয়নগরে দলটির আয়োজিত এক বিক্ষোভ মিছিল ও সমাবেশে তিনি এসব কথা বলেন। ‘জুলাই ঘোষণাপত্র’ ও ‘জুলাই সনদ’-এর আইনগত স্বীকৃতি প্রদান ও সনদের ভিত্তিতে আগামী নির্বাচনের দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়।

তিনি আরও বলেন, ‘জুলাই ঘোষণা ও জুলাই সনদের আইনগত ভিত্তি প্রদান করতে হবে। তারপর এর আলোকে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করতে হবে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এএস/এইচআই

জামায়াতে ইসলামী জুলাই সনদ মোহাম্মদ তাহের