Wednesday 13 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিলেটে রায়হান হত্যা: জামিন পেয়েই ভারতে পালাল এসআই আকবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ আগস্ট ২০২৫ ২১:৩৭ | আপডেট: ১৪ আগস্ট ২০২৫ ০০:০৩

প্রধান আসামি সাবেক এসআই আকবর হোসেন

সিলেট: সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে রায়হান আহমদকে পিটিয়ে হত্যার মামলার প্রধান আসামি সাবেক এসআই আকবর হোসেন জামিন পাওয়ার কয়েক দিনের মাথায় ভারতে পালিয়ে গেছেন বলে জানা গেছে।

গত ৪ আগস্ট হাইকোর্ট থেকে জামিন নিয়ে ৯ আগস্ট সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে মুক্ত হন আকবর। মঙ্গলবার (১২ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে বিপুল অর্থের বিনিময়ে আখাউড়া সীমান্ত দিয়ে তিনি নিরাপদে ভারতে প্রবেশ করেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

হত্যাকাণ্ডের পর আকবর প্রথমবারও ভারতে পালানোর চেষ্টা করলে ৯ নভেম্বর সিলেটের কানাইঘাট সীমান্ত থেকে আটক হয়েছিলেন।

প্রসঙ্গত, ২০২০ সালের ১০ অক্টোবর মধ্যরাতে সিলেট মহানগর পুলিশের বন্দরবাজার ফাঁড়িতে তুলে নিয়ে রায়হান আহমদকে নির্যাতন করা হয়। পরে ১১ অক্টোবর রায়হানের মৃত্যু হয়। ওই ঘটনায় রায়হানের স্ত্রী হেফাজতে মৃত্যু (নিবারণ) আইনে মামলা করেন। মামলার যুক্তিতর্ক শেষ হয়ে যেকোনো দিন রায় ঘোষণার কথা ছিল।

বিজ্ঞাপন

জামিন পাওয়ার খবরে নিহত রায়হানের মা বলেন, ‘এখন এই আসামি দেশ ত্যাগ করতে পারেন। তার জামিনে আমরা হতাশ হয়েছি।’ এই আসামির জামিন হয়ে গেলে আর কার বিচার চাইবো‘

এর আগে হাইকোর্ট থেকে খুনের মামলার দাগি এই আসামি জামিনে বেরিয়ে যাওয়ার খবরে সিলেটসহ সারাদেশে বিতর্কের জন্ম দেয়। জামিন প্রক্রিয়ায় জড়িত ছিলেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতা সিনিয়র আইনজীবী জয়নুল আবেদীন। জামিনের খবরে তীব্র হতাশা ব্যক্ত করে নিহত রায়হানের মা বলেছিলেন, এখন সে দেশ থেকে পালিয়ে যাবে। তার এই আশঙ্কা মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই সত্য হলো।

মামলায় আরও পাঁচ আসামির মধ্যে এএসআই আশেক এলাহীও শিগগির জামিন পেতে পারেন বলে জানা গেছে। বাকিরা পলাতক—এর মধ্যে একজন আমেরিকা, একজন ফ্রান্স ও দু’জন মধ্যপ্রাচ্যে অবস্থান করছেন বলে একটি সূত্র জানিয়েছে।

এ মামলার ঘটনায় ২০২১ সালের ৫ মে আদালতে অভিযোগপত্র জমা দেয় পিবিআই। এসময় এসআই আকবরকে প্রধান আসামি করা হয়। ঘটনার পর চারজনকে সাময়িক বরখাস্ত ও তিনজনকে প্রত্যাহার করা হয়। এরপর পুলিশি হেফাজত থেকে কনস্টেবল হারুনসহ তিনজনকে গ্রেফতার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

মামলার অন্য আসামিরা হলেন- সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আশেক এলাহী (৪৩), কনস্টেবল মো: হারুন অর রশিদ (৩২), টিটু চন্দ্র দাস (৩৮), এসআই মো: হাসান উদ্দিন (৩২) ও এসআই আকবরের আত্মীয় কোম্পানীগঞ্জ উপজেলার সংবাদকর্মী আবদুল্লাহ আল নোমান (৩২।

সারাবাংলা/এসএস

আকবর এসআই জামিন পালাল ভারত রায়হান সিলেট হত্যা