Friday 15 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

র‌্যাগিং
জবির সেই ৭ শিক্ষার্থীর শাস্তি প্রত্যাহার

জবি করেসপন্ডেন্ট
১৪ আগস্ট ২০২৫ ২২:৫৩ | আপডেট: ১৫ আগস্ট ২০২৫ ০৪:২৫

জগন্নাথ বিশ্ববিদ্যালয়। ফাইল ছবি

ঢাকা: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ইসলামিক স্টাডিজ বিভাগে র‍্যাগিংয়ের অভিযোগে শাস্তির মুখে পড়া সাত শিক্ষার্থীর বহিষ্কারাদেশ ও ক্লাস কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। অভিযুক্ত শিক্ষার্থীদের ক্ষমা প্রার্থনাসহ পরবর্তী এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকার অঙ্গীকারে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন সই করা দুটি পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ইসলামিক স্টাডিজ বিভাগের প্রথমবর্ষের শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগের পরিপ্রেক্ষিতে বিভাগীয় জরুরি অ্যাকাডেমিক কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী ২০২৩-২৪ শিক্ষাবর্ষের (১৯ তম ব্যাচ) যুবরাজ হাসান, মোসা. রাজিয়াতুন নাহার নিশু ও রহমাতুল্লাহ মাজীর সাময়িক বহিষ্কার আদেশ প্রত্যাহার করা হলো।

বিজ্ঞাপন

ক্লাস কার্যক্রমে নিষেধাজ্ঞার বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রথমবর্ষের শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগের পরিপ্রেক্ষিতে বিভাগীয় জরুরি অ্যাকাডেমিক কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী ১৯তম ব্যাচের সামিয়া আঁখি, মো. মুইনন্দীন, মো. মাজহারুল ইসলাম ও মো. রাকিব হোসেনর ক্লাস কার্যক্রম থেকে বিরত রাখার ও সতর্কীকরণ করার বিষয়টি প্রত্যাহার করা হলো।

এর আগে, গত ১০ আগস্ট জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ইসলামিক স্টাডিজ বিভাগে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের (২০তম ব্যাচ) শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগে তিন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার ও চারজনের ক্লাস কার্যক্রমে নিষেধাজ্ঞা দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। এই সাতজনই ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

সারাবাংলা/পিটিএম

জগন্নাথ বিশ্ববিদ্যালয় টপ নিউজ প্রত্যাহার শাস্তি