Friday 15 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভোট গণনার আগ পর্যন্ত নির্বাচন নিয়ে শঙ্কা আছে: গয়েশ্বর

স্টাফ করেসপন্ডেন্ট
১৫ আগস্ট ২০২৫ ১২:৩৮ | আপডেট: ১৫ আগস্ট ২০২৫ ১৪:১৮

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে গয়েশ্বর চন্দ্র রায়।

ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ভোট গণনার আগ পর্যন্ত নির্বাচন নিয়ে জনমনে শঙ্কা থাকবে। তিনি অভিযোগ করেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে নানা ধরনের ষড়যন্ত্র চলছে, যা গণতন্ত্রকে আরও অনিশ্চিত অবস্থায় ফেলছে।

শুক্রবার (১৫ আগস্ট) সকালে রাজধানীর নয়াপলটনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন। দোয়া মাহফিলে দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, কর্মী-সমর্থক ও বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘গণতন্ত্র এখনো হাতের নাগালের বাইরে। আমরা বিশ্বাস করতে চাই, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। কিন্তু ভোট গণনার আগ পর্যন্ত সেই নির্বাচনের ফলাফল নিয়ে শঙ্কা থেকেই যাবে। তাই আমাদের সতর্ক থাকতে হবে।’

বিজ্ঞাপন

তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ‘নির্বাচন ঘিরে নানা ষড়যন্ত্র চলছে। আমাদের সাবধান থাকতে হবে, কারো পাতা ফাঁদে পা দেওয়া যাবে না। আন্দোলন-সংগ্রামে শৃঙ্খলা ও ঐক্য বজায় রাখতে হবে।”

বেগম খালেদা জিয়াকে ‘জাতির অভিভাবক’ আখ্যা দিয়ে গয়েশ্বর বলেন, ‘তিনি শুধু বিএনপির চেয়ারপারসন নন, গণতন্ত্র রক্ষার সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করছেন। দেশ ও জনগণের জন্য আজীবন লড়ে গেছেন। বেগম জিয়া নিজে কখনো জন্মদিন পালন করতেন না, আমরা নেতাকর্মীরাই উদযাপন করতাম।’

দোয়া মাহফিলে বিএনপির নেতারা খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন এবং দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আল্লাহর কাছে প্রার্থনা জানান।

সারাবাংলা/এফএন/এমপি

গয়েশ্বর চন্দ্র রায় জন্মদিন জাতীয় সংসদ নির্বাচন বিএনপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর