ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, যুদ্ধ বন্ধ করার এখনই সময়। প্রয়োজনীয় পদক্ষেপ অবশ্যই রাশিয়াকে নিতে হবে। আমরা আমেরিকার ওপর নির্ভর করছি। আমরা সবসময়ের মতো, সর্বোচ্চ ফলপ্রসূ উপায়ে কাজ করতে প্রস্তুত।
শুক্রবার (১৫ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (আগের টুইটার) প্ল্যাটফর্মে করা একটি পোস্টে এসব কথা বলেন।
আরও পড়ুন-আলাস্কায় ট্রাম্প-পুতিন বৈঠক: কার কী প্রত্যাশা
তিনি লিখেছেন, ‘মূল বিষয় হলো, এই বৈঠকটি যেন একটি ন্যায়সঙ্গত শান্তির এবং ত্রিমুখী আলোচনা অর্থাৎ ইউক্রেন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার নেতাদের মধ্যে একটি অর্থবহ আলোচনার পথ খুলে দেয়।’
উল্লেখ্য, ইউক্রেন যুদ্ধের অবসানের লক্ষ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে আলাস্কার অ্যাঙ্কোরেজে একটি বহুল প্রতীক্ষিত বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে।