পঞ্চগড়: জেলার আটোয়ারী উপজেলায় পুকুরে গোসল করতে নেমে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১৫ আগস্ট) দুপুরে উপজেলার মির্জাপুর ইউনিয়নের পূর্ব সর্দারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- আটোয়ারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের পূর্ব সর্দারপাড়া এলাকার চইনুল আলমের মেয়ে বৃষ্টি আক্তার (১১) ও একই গ্রামের শাহিনুর ইসলামের মেয়ে সাদিয়া আক্তার (১১)।
জানা গেছে, শুক্রবার দুপুরে কয়েকজন শিশু মিলে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে নামে। গোসল শেষে অন্য শিশুরা উঠে এলেও বৃষ্টি ও সাদিয়া আরেকবার ডুব দিতে গিয়ে পুকুরের গভীরে তলিয়ে যায়।
অন্য শিশুদের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাদের দুজনকে উদ্ধার করে দ্রুত আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাদের মৃত ঘোষণা করেন।
আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. হুমায়ুন কবির জানান, হাসপাতালে আনার আগেই শিশু দুটি মারা গিয়েছিল।
আটোয়ারী থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম জুয়েল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।