Friday 09 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাকিস্তানে বন্যায় ২৪৩ জনের মৃত্যু, ত্রাণ দিতে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক
১৫ আগস্ট ২০২৫ ২৩:৫৬ | আপডেট: ১৬ আগস্ট ২০২৫ ১২:৩৪

পাকিস্তানে আকস্মিক বন্যায় বহু হতাহতের ঘটনা ঘটেছে।

পাকিস্তানে আকস্মিক বন্যায় ২৪৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে খাইবার পাখতুনখাওয়া প্রদেশের বুনার জেলা, যেখানে মারা গেছেন ১৫৭ জন। এ ছাড়া ত্রাণ নিয়ে যাওয়ার সময় হেলিকপ্টার বিধ্বস্তে দুই পাইলটসহ মোট পাঁচজন নিহত হয়েছেন।

শুক্রবার (১৫ আগস্ট) স্কাইনিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রাদেশিক জরুরি পরিষেবার মুখপাত্র বিলাল ফাইজি জানান, বৃহস্পতিবার মানসেহরা জেলার সিরান উপত্যকায় আকস্মিক বন্যা ও ভূমিধসের পর আটকা পড়া ১ হাজার ৩০০ পর্যটককে সফলভাবে উদ্ধার করা হয়েছে।

বন্যায় ক্ষতিগ্রস্ত বাজাউর অঞ্চলে ত্রাণ নিয়ে যাওয়ার সময় শুক্রবার খারাপ আবহাওয়ার কারণে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়। এতে দুই পাইলটসহ মোট পাঁচজন নিহত হয়েছেন।

বিজ্ঞাপন

এদিকে, পাকিস্তানের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা উত্তরাঞ্চলের হিমবাহ হ্রদ থেকে সৃষ্ট বন্যার বিষয়ে নতুন সতর্কতা জারি করেছে। সংস্থাটি ক্ষতিগ্রস্ত এলাকাগুলো এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে।

গত জুলাই মাস থেকে গিলগিত-বালতিস্তান অঞ্চলে বেশ কয়েকটি বন্যা হয়েছে, যার ফলে পাকিস্তান ও চীনের মধ্যকার প্রধান বাণিজ্যিক ও ভ্রমণ পথ কারাকোরাম হাইওয়েতে ভূমিধসের ঘটনা ঘটেছে।

ওয়ার্ল্ড ওয়েদার অ্যাট্রিবিউশন-এর একটি গবেষণা অনুযায়ী, বৈশ্বিক উষ্ণতার কারণে ২৪ জুন থেকে ২৩ জুলাই পর্যন্ত পাকিস্তানে স্বাভাবিকের চেয়ে ১০ থেকে ১৫ শতাংশ বেশি বৃষ্টিপাত হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর