Saturday 16 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইবির মসজিদের ফ্যান অচল, শিক্ষার্থীদের অভিনব প্রতিবাদ

ইবি করেসপন্ডেন্ট
১৬ আগস্ট ২০২৫ ০০:৩১ | আপডেট: ১৬ আগস্ট ২০২৫ ১২:৩৪

কুষ্টিয়া: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কেন্দ্রীয় মসজিদের মাঝের সারিতে দীর্ঘদিন ধরে ফ্যান সচল না থাকায় অভিনয় প্রতিবাদ জানিয়েছে শিক্ষার্থীরা। শুক্রবার (১৫ আগস্ট) জুমার নামাজের সময় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের দরজা ও অভ্যন্তরে ব্যঙ্গাত্মক পোস্টার সাটিয়েছেন তারা।

পোস্টারে লেখা ছিল- ‘মসজিদের ফ্যান রিপেয়ারের জন্য মুক্ত হস্তে দান করুন। দীর্ঘদিন যাবৎ মসজিদের মাঝের সারির কোনো ফ্যান সচল না থাকায় ও প্রশাসনের এ ব্যাপারে মাথা ঘামানোর টাইম না থাকায় উক্ত ফ্যান গুলো রিপেয়ার করে মসজিদের সার্বিক পরিস্থিতি সুন্দর করতে মুক্ত হস্তে দান করুন। দান করে অশেষ নেকি হাসিল করুন।’

বিজ্ঞাপন

সরেজমিনে দেখা যায়, মসজিদের মাঝের সারিতে ও বারান্দায় ফ্যান না থাকায় গরমে বসা বা দাঁড়ানো কষ্টসাধ্য হয়ে পড়েছে। তাছাড়াও মসজিদের একাধিক ফ্যান নষ্ট। ফলে নামাজে অংশ নিতে আসা মুসল্লিদের অধিকাংশই অস্বস্তি বোধ করছেন।

শিক্ষার্থীরা জানান, এটি মূলত প্রশাসনের অবহেলার বিরুদ্ধে একটি ব্যঙ্গাত্মক প্রতিবাদ। দীর্ঘদিন ধরে সমস্যাটি সমাধানের কোনো উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ। প্রশাসন চাইলে ফ্যানগুলো অনেক আগেই মেরামত করতে পারত। কিন্তু বিষয়টি নিয়ে কারও মাথাব্যথা নেই।

কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম আশরাফ উদ্দিন খান বলেন, ‘মাঝখানের সারিতে আগামী জুমার আগেই ৪টি ফ‍্যান লাগানো হবে । আর ১০ টি ফ‍্যান মেরামত করা হয়েছে । বৃষ্টির কারণে সিডির কাজ বন্ধ রাখা হয়েছে এবং তা খুব শিগগিরই শেষ হবে।’

বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, ‘মাঝখানে লাগানোর জন্য ৪টি ফ‍্যানের অর্ডার দিয়েছি। আগামী সপ্তাহের মধ্যে সেগুলো লাগানো হবে। বাহিরের সারিতে মুসল্লি তেমন হয়না তবে যদি প্রয়োজন পড়ে তারও ব‍্যবস্থা করা হবে।’

সারাবাংলা/এসএস

‘কিছু ফ্যান অচল’ অভিনব ইবি প্রতিবাদ মসজিদ