ঢাকা: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শনিবার (১৬ আগস্ট) বিকেল ৪টায় তাদের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয় বাংলামোটরে ‘জুলাই সনদ বাস্তবায়নে গণপরিষদ নির্বাচন শীর্ষক আলোচনা সভার আয়োজন করেছে।
এনসিপির প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ মিরাজ মিয়ার এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
সভায় জুলাই সনদ, গণপরিষদ নির্বাচন ও নতুন সংবিধান প্রণয়নের প্রয়োজনীয়তা নিয়ে বিস্তারিত আলোচনা হবে। সভাটি সকলের জন্য উন্মুক্ত রাখা হয়েছে বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে।
আলোচনায় উপস্থিত থাকবেন এনসিপি’র সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীসহ কেন্দ্রীয় ও ঢাকা মহানগর নেতৃবৃন্দ।