Saturday 16 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এশিয়া কাপ ২০২৫
‘টাকার লোভেই পাকিস্তানের বিপক্ষে খেলবে ভারত’

স্পোর্টস ডেস্ক
১৬ আগস্ট ২০২৫ ১২:৫০

এশিয়া কাপে মুখোমুখি ভারত-পাকিস্তান

অনেক নাটকের পর এশিয়া কাপে মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান। গ্রুপ পর্বেই দেখা হয়ে যাচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর। তবে সূচি প্রকাশিত হওয়ার পর থেকেই এই ম্যাচ নিয়ে উঠেছে নানা প্রশ্ন। বিশেষ করে অনেক ভারতীয় অভিযোগ করছে, পাকিস্তানের বিপক্ষে মাঠে নামা উচিত হবে না রোহিত-কোহলিদের। এবার মহারাষ্ট্র রাজ্যের সংসদ সদস্য আদিত্য ঠাকরে বলেছেন, শুধুমাত্র টাকার লোভেই পাকিস্তানের বিপক্ষে খেলতে রাজি হয়েছে ভারত।

বহু বছর ধরেই পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ খেলছে না ভারত। গত এপ্রিলে হয়ে যাওয়া সংঘাতের পর দুই দেশের মধ্যে তিক্ততা বহুগুণে বেড়েছে। পাকিস্তানের আপত্তির মুখেই ভারত থেকে সরিয়ে নেওয়া হয়েছে এশিয়া কাপ।

বিজ্ঞাপন

সেই এশিয়া কাপেই গ্রুপ পর্বে দেখা হয়ে যাচ্ছে ভারত-পাকিস্তানের। সাবেক ভারতীয় ক্রিকেটারদের অনেকেই এতে ক্ষুব্ধ। এবার নিজের ক্ষোভ জানালেন আদিত্য ঠাকরে।

ঠাকরে বলছেন, শুধুমাত্র টাকার কথা ভেবেই পাকিস্তানের বিপক্ষে ম্যাচটি বয়কট করছে না ভারত, ‘কেন্দ্রীয় সরকার এবং দেশ এত চেষ্টা করছে বিশ্বকে জানাতে যে, পেহেলগাম হামলার পেছনে পাকিস্তান রয়েছে। সেখানে বিসিসিআইয়ের অর্থের লোভ দাঁড়িয়ে গেছে। এটা সশস্ত্র বাহিনীর ত্যাগ, দেশের স্বার্থ এমনকি প্রধানমন্ত্রীর বক্তব্যেরও ঊর্ধ্বে উঠে গেছে। রক্ত আর জল একসঙ্গে প্রবাহিত হতে পারে না- এই কথা প্রধানমন্ত্রী নিজেই বলেছেন।’

ভারতীয় ক্রিকেট বোর্ড বলছে, বাধ্য হয়েই তারা ম্যাচটি খেলতে রাজি হয়েছেন। আদিত্য ঠাকরে তাদের এমন দাবি মানতে নারাজ, ‘আইসিসিতে বিসিসিআইয়ের এত প্রভাব। তবুও যদি তারা এরকম অসহায়ভাবে কথা বলে, সেটা মেনে নেওয়া যায় না।’

৯ সেপ্টেম্বর শুরু হবে এবারের এশিয়া কাপ। ১৪ সেপ্টেম্বর দুবাইতে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান।

সারাবাংলা/এফএম

এশিয়া কাপ ২০২৫ ভারত-পাকিস্তান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর