Monday 18 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুলনায় কৃষি ব্যাংকের লকার ভেঙ্গে ১৬ লাখ টাকা লুট

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ আগস্ট ২০২৫ ১৫:২৬

ব্যাংকের সিসিটিভি ফুটেজ চেক করা হচ্ছে।

খুলনা: খুলনার রূপসায় কৃষি ব্যাংকের গেট ও লকার ভেঙ্গে ১৬ লাখ ঠাকা লুটের ঘটনা ঘটেছে।

শুক্রবার (১৫ আগস্ট) ব্যাংকের পূর্ব রূপসা ঘাট শাখায় এ ঘটনা ঘটে। তবে সঠিক কোন সময় এ ঘটনা ঘটেছে তা নিশ্চিত করা যায়নি। ব্যাংকের এই শাখাটি পূর্ব রূপসা পেট্রোল পাম্প ও পূর্ব রূপসা বাসস্ট্যান্ড পুলিশ ফাঁড়ির নিকটে খুলনা-মোংলা মহাড়কের পাশে অবস্থিত।

টাকা লুটের ঘটনায় তিন নিরাপত্তা প্রহরীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে বলে জানিয়েছে রূপসা থানার ওসি তদন্ত আব্দুস সবুর।আটক তিন নিরাপত্তা প্রহরী হলেন- আফজাল, আবুল কাশেম ও তরিকুল।

খোঁজ নিয়ে জানা গেছে, ব্যাংকের নিরাপত্তা প্রহরী আবুল কাশেম রাত ১০টার দিকে ব্যাংকে এসে দেখেন মেইন গেটের তালা ভাঙ্গা। এরপর তিনি ব্যাংকে গিয়ে দেখেন সেখানেও মূল গেট ও লকার ভাঙ্গা। মালামাল সব তছনছ করা। তিনি বিষয়টি ব্যাংক কর্তৃপক্ষকে জানালে ব্যাংক সঙ্গে সঙ্গে থানায় খবর দেয়।

বিজ্ঞাপন

পুলিশ ব্যাংকে আসার পর ক্যাশিয়ার পুলিশের উপস্থিতিতে লেজার ও ক্যাশ মিলিয়ে দেখেন ১৬ লাখ টাকা নেই। পুলিশের তথ্যমতে ব্যাংকে লুটপাট চালানোর আগে দুর্বৃত্তরা প্রতিটি সিসিটিভি ক্যামেরার উপর রুমাল দিয়ে ঢেকে দিয়েছিলেন। ব্যাংক কর্তৃপক্ষ সিসিটিভি ফুটেজ থেকে দুর্বৃত্তদের সনাক্ত করার চেষ্টা করছেন।

ব্যাংকের নিরাপত্তা প্রহরী আবুল কাশেম জানায়, তার স্ত্রী অসুস্থ থাকার কারণে সারাদিন সে ব্যাংকে ছিল না। তবে দুপুর ২টার দিকে একবার এসে দেখেছে সব ঠিকঠাক আছে। তার মতে বিকেলের দিকে এ ঘটনা ঘটতে পারে।

কৃষি ব্যাংক শাখা ব্যবস্থাপক কামরুল ইসলাম জানান, আমাদের ব্যাংকের ভল্টে ১৬ লাখ ১৬ হাজার টাকা ছিলো, যা লুট হয়ে গেছে।

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেলে ব্যাংক বন্ধ হয়ে যায়। ওই দিন থেকে শুক্রবার (১৫ আগস্ট) রাত সাড়ে ১০টার মধ্যে যেকোনো সময় ব্যাংক লুটের ঘটনা ঘটতে পারে। আমরা ব্যাংক থেকে এবং আশপাশের ভিডিও ফুটেজ সংগ্রহ করেছি। সংশ্লিষ্ট বিষয়ে তদন্ত প্রক্রিয়াধীন রয়েছে।

সারাবাংলা/এনজে

কৃষি ব্যাংক টাকা লুট লকার