নোয়াখালী: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় চাঁদার টাকা না পাওয়ায় মো. সালাউদ্দিন রিদন (৩২) নামে এক প্রবাসীকে এলোপাতাড়ি কুপিয়ে হাতের কবজি কেটে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
শনিবার (১৬ আগস্ট) দুপুরের দিকে উপজেলার চৌমুহনী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের চৌরাস্তার আলীপুরের কন্ট্রাক্টর পোলের সামনে এ ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হয়; অবস্থার অবনতিতে ঢাকায় পাঠানো হয়েছে।
আহত মো.সালাউদ্দিন রিদন উপজেলার চৌমুহনী পৌরসভার আলীপুর এলাকার গনি বলি বাড়ির প্রবাসী লাকী বেগমের ছেলে। রিদন তার মায়ের সঙ্গে দক্ষিণ আফ্রিকা চাকরি করতেন। এক বছর আগে তিনি দেশে আসেন। সেপ্টেম্বর মাসে তার কাতার যাওয়ার কথা রয়েছে।
আহতের মামা আব্দুল কাদের অভিযোগ করে বলেন, তিন মাস আগে রিদন নিজ বাড়ির কিছু পৈত্রিক সম্পত্তি বিক্রি করেন। সম্পত্তি বিক্রি করার পর থেকে স্থানীয় রকি, সোহাগ, রাহাত, ফাহাদ, জাকের তার কাছে চাঁদা দাবি করে আসছে। চাঁদা দিতে রাজি না হওয়ায় তাদের মধ্যে বিরোধ চলছিল।
দুপুরে রিদন মোটরসাইকেলে শ্বশুর বাড়ি যাওয়ার পথে তার গতিরোধ করে রকি, সোহাগ, রাহাত, ফাহাদসহ আরও কয়েকজন। এসময় রিদনকে কুপিয়ে বাম হাতের কবজি কেটে দেয়; বিচ্ছিন্ন করে ফেলে হাতের একটি আঙ্গুল। হামলার সময় তারা রিদনের সঙ্গে থাকা টাকা, মোটরসাইকেল ও মোবাইল ফোনও ছিনিয়ে নেয়।
অভিযোগের বিষয়ে জানতে রকি, সোহাগ ও রাহাতের মুঠোফোনে কল দেওয়া হলেও সংযোগ পাওয়া যায়নি।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ভিডিও ফুটেজ সংগ্রহ করেছে। ভুক্তভোগী পরিবার মামলা দিলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।