Saturday 16 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘স্বাধীনতার ৫৪ বছরে প্রায় প্রতিটি নির্বাচনেই ভোট চুরি হয়েছে’

স্পেশাল করেসপন্ডেন্ট
১৬ আগস্ট ২০২৫ ১৮:৪০ | আপডেট: ১৬ আগস্ট ২০২৫ ১৯:৫০

মাওলানা ইউনুছ আহমাদ

ঢাকা: স্বাধীনতার ৫৪ বছরে প্রায় প্রতিটি নির্বাচনেই ভোট চুরি হয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলনের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ।

শনিবার (১৬ আগস্ট) দুপুরে পুরানা পল্টনে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধকালে তিনি এ মন্তব্য করেন।

ইউনুছ আহমাদ বলেন, ‘বাংলাদেশের দুর্ভাগ্য যে, স্বাধীনতার ৫৪ বছরের প্রায় প্রতিটি নির্বাচনেই ভোট চুরি, ভোট ডাকাতি, জালিয়াতি ও ভোট কেন্দ্রিক সহিংসতা হয়েছে। ফলে রাষ্ট্র পরিচালনায় জনমতের প্রতিফলন হয় নাই এবং দেশ ক্রমান্বয়ে স্বৈরতন্ত্রের দিকে গিয়েছে, যার চূড়ান্ত ও নগ্নরূপ দেখেছি গত ১৫ বছরে।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘জুলাই অভ্যুত্থানের পরে প্রত্যাশা ছিল আইনি সংস্কার ও পিআর পদ্ধতিতে নির্বাচন ব্যবস্থার সংস্কার হবে এবং রাজনৈতিক সংস্কৃতিতে শুদ্ধতা আসবে। নির্বাচন হবে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ। কিন্তু সংস্কার নিয়ে কিছু রাজনৈতিক দলের মনোভাব, পিআর পদ্ধতিতে একমত না হওয়া এবং রাজনৈতিক সংস্কৃতিতে সহিংসতার পুরোনো চিত্র আমাদেরকে আশাহত করেছে।’

‘তবে ইসলামী আন্দোলন বাংলাদেশ বসে থাকবে না। আগামী নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে আমরা যা করতে হয় তাই করব। কাউকেই ভোট চুরি বা ডাকাতি করতে দেওয়া হবে না। কেউ অবৈধ ভোট দিতে চাইলে তাকে প্রতিহত করা হবে। কেউ মাস্তানি করতে চাইলে তাকে শায়েস্তা করা হবে। যেকোনো মূল্যে মানুষের ভোটের অধিকার নিশ্চিত করতে হবে। সেজন্য সারা দেশের সকল শাখার সাংগঠনিক ও প্রশিক্ষণ বিভাগকে দায়িত্বশীলতার সঙ্গে প্রস্তুতি নিতে হবে’- বলেন ইউনুছ আহমাদ।

ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেন, ‘বিএনপি মুখে গণতন্ত্রের কথা বলে। কিন্তু, তারা দেশের একটা শাখাতেও নিয়মতান্ত্রিক কমিটি করতে পারে নাই। কমিটি দিতে গেলে সহিংসতা শুরু হবে যা বিএনপির নেতৃত্ব সামাল দিতে পারবে না। এই অনিয়ন্ত্রিত ও সহিংসতা প্রবণ দলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে আমাদের নির্বাচন করতে হবে। সেজন্য সাংগঠনিক মজবুতি, দাওয়াতি কার্যক্রম ও নির্বাচন কৌশল আয়ত্তে আরও বেশি মনোযোগী হতে হবে।’

কর্মশালায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনের সহকারী মহাসচিব মাওলানা আহমদ আব্দুল কাউয়ুম, ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আরিফুল ইসলাম, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুফতি মোস্তফা কামাল, ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জিএম রুহুল আমীন, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট এম হাসিবুল ইসলাম, দপ্তর সম্পাদক মাওলানা লোকমান হোসেন জাফরী, কেন্দ্রীয় সহ-প্রচার ও দাওয়াহ সম্পাদক মাওলানা কে এম শরীয়াতুল্লাহ, সহ দপ্তর সম্পাদক অ্যাডভোকেট বরকতুল্লাহ লতিফ প্রমুখ।

সারাবাংলা/এজেড/এসএস

চুরি নির্বাচন ভোট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর