Sunday 17 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে স্বৈরাচারী হাসিনা সরকারে চেয়ে খারাপ হবে: কাদের সিদ্দিকী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ আগস্ট ২০২৫ ২১:১৬ | আপডেট: ১৬ আগস্ট ২০২৫ ২৩:১৪

ঘাটাইলে ঐতিহাসিক মাকড়াই দিবস উপলক্ষ্যে আয়োজিত সমাবেশে বঙ্গবীর কাদের সিদ্দিকী

টাঙ্গাইল: বঙ্গবীর কাদের সিদ্দিকী (বীর উত্তম) বলেছেন, ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে স্বৈরাচারী হাসিনা সরকারের চেয়েও খারাপ অবস্থা হবে অন্তর্বর্তী সরকারের। তিনি বিএনপিকে সতর্ক করে আরও বলেন, ‘আওয়ামী লীগ তাদের ১৬ বছরের শাসনামলে যা করেছে, বিএনপি যদি একই কাজ করে, তাহলে জনগণ তাদের থেকে সমর্থন ফিরিয়ে নেবে।’

শনিবার (১৬ আগস্ট) বিকেলে ঘাটাইলে ঐতিহাসিক মাকড়াই দিবস উপলক্ষ্যে আয়োজিত সমাবেশে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

কৃষক শ্রমিক জনতা লীগ আয়োজিত মাকড়াই নামক স্থানে কাদেরিয়া বাহিনীর মুক্তিযোদ্ধাদের সমাবেশে সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা ফজলুর হক (বীর প্রতীক)।

বিজ্ঞাপন

এসময় সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী বলেন, ‘১৯৭১ সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা বিজয়ী হলেও পরবর্তীতে মানুষের মুখে হাসি ফোটাতে পারিনি।’

তিনি আরও বলেন, ‘এ দেশে আবারও যুদ্ধ হবে, তবে তা অস্ত্রের যুদ্ধ নয়, বরং চেতনার যুদ্ধ। এই চেতনার যুদ্ধে আমাদের বিজয়ী হতে হবে।’

প্রসঙ্গত, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে ঘাটাইল উপজেলার মাকড়াই নামক স্থানে পাক বাহিনীর সঙ্গে সরাসরি যুদ্ধ হয়েছিল। এই যুদ্ধে ১১ নম্বর সেক্টরের (বেসামরিক) সর্বাধিনায়ক আব্দুল কাদের সিদ্দিকী গুলিবিদ্ধ হয়ে আহত। শহিদ হন হাতেম নামের একজন মুক্তিযোদ্ধা। এরপর থেকে কাদেরিয়া বাহিনীর মুক্তিযোদ্ধারা প্রতি বছর ১৬ আগস্ট এই ঐতিহাসিক মাকড়াই দিবস পালন করে আসছেন।

সারাবাংরা/এসআর

কাদের সিদ্দিকী টাঙ্গাইল মাকড়াই দিবস সমাবেশ