Sunday 17 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এশিয়া কাপ ২০২৫
বাবর-রিজওয়ানকে ছাড়াই এশিয়া কাপে যাচ্ছে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক
১৭ আগস্ট ২০২৫ ১৫:১৮

এশিয়া কাপের স্কোয়াডে নেই বাবর-রিজওয়ান

অনেকদিন ধরেই টি-২০ দলে ব্রাত্য তারা দুজন। ধারণা করা হচ্ছিল, এশিয়া কাপের মতো বড় টুর্নামেন্টে দলে ফিরবেন পাকিস্তানের দুই অভিজ্ঞ ক্রিকেটার বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান। তবে সবাইকে খানিকটা চমকে দিয়েই এশিয়া কাপের জন্য স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান। ১৭ জনের এই স্কোয়াডে জায়গা হয়নি বাবর-রিজওয়ানের।

এশিয়া কাপ ও তার আগে অনুষ্ঠিত হতে যাওয়া ত্রিদেশীয় সিরিজের জন্য ১৭ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে পিসিবি। দলের অধিনায়ক হিসেবে রাখা হয়েছে সালমান আঘা।

স্কোয়াডে ফিরেছেন ওপেনার ফাখার জামান ও পেসার ওয়াসিম জুনিয়র। বাবর-রিজওয়ানের মতো স্কোয়াডে জায়গা হয়নি আরেক পেসার নাসিম শাহর।

বিজ্ঞাপন

আগামী ৯ সেপ্টেম্বর শুরু এশিয়া কাপ। এর আগে ২৯ আগস্ট থেকে  আফগানিস্তান, পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাত ত্রিদেশীয় সিরিজ শুরু।

১২ সেপ্টেম্বর ওমানের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপের যাত্রা শুরু করবে পাকিস্তান।

পাকিস্তান স্কোয়াডঃ সালমান আলী আঘা (অধিনায়ক), আবরার আহমেদ, ফাহিম আশরাফ, ফাখার জামান, হারিস রউফ, হাসান আলী, হাসান নওয়াজ, হুসাইন তালাত, খুশদিল শাহ, মোহাম্মদ হারিস, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, সালমান মির্জা, শাহিন শাহ আফ্রিদি, সুফিয়ান মুকিম।

সারাবাংলা/এফএম

এশিয়া কাপ ২০২৫ পাকিস্তান বাবর আজম মোহাম্মদ রিজওয়ান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর