ঢাকা: আইনি পথে অভিবাসন ও ভ্রমণের ওপর গুরুত্বারোপ এবং সবাইকে বৈধ পথ অনুসরণের আহ্বান জানিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস।
রোববার (১৭ আগস্ট) দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক সচেতনমূলক বার্তায় বিষয়টি তুলে ধরা হয়।
মার্কিন দূতাবাস আরও জানিয়েছে, অবৈধ অভিবাসনের ফলে আটক, নির্বাসন এবং ভবিষ্যতে মার্কিন ভিসা পাওয়ার অযোগ্যতার মতো গুরুতর শাস্তি হতে পারে।
বেআইনি পথে ভ্রমণ ব্যয়বহুল এবং বিপজ্জনক সতর্ক করে মার্কিন দূতাবাস তাদের বার্তায় জানিয়েছে, অবৈধ অভিবাসন একটি গুরুতর অপরাধ। এ ধরনের কর্মকাণ্ডের ফলে একজন অভিবাসনপ্রত্যাশীকে জেল খাটতে হতে পারে, তাকে নিজ দেশে ফিরিয়ে দেওয়া হতে পারে এবং তার ভবিষ্যতের অভিবাসন আবেদন স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে।