ঢাকা: বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের (বিপিএসসি) শিক্ষা ক্যাডারে আনুপাতিক হারে ক্যাডার সংখ্যা বন্টনের দাবিতে বিক্ষোভ করেছে ব্যবসায় শিক্ষা অনুষদের তিন ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা।
বিক্ষোভে অংশগ্রহণ করা ব্যবসায় শিক্ষা অনুষদের তিনটি ডিপার্টমেন্ট হলো- ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট (টিএইটএম), ইন্টারন্যাশনাল বিজনেস (আইবি) ও অরগানাইজেশন স্ট্র্যাটেজি অ্যান্ড লিডারশিপ (ওএসএল)।
রোববার (১৭ আগস্ট) দুপুর পৌনে ১টায় বিক্ষোভ মিছিলটি বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ থেকে শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্যের পাদদেশে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যে দিয়ে শেষ হয়।
অরগানাইজেশন স্ট্র্যাটেজি অ্যান্ড লিডারশিপ (ওএসএল) বিভাগের শিক্ষার্থী আশরাফুল ইসলাম বলেন, ‘৪৯তম স্পেশাল বিসিএসে কিছুদিন আগে ‘ওএসএল’ বিভাগ ম্যানেজমেন্ট বিভাগের সঙ্গে শিক্ষা ক্যাডার পেয়েছিল। আইবি এবং টিএইচএম প্রক্রিয়াধীন অবস্থায় ছিল। কিন্তু ম্যানেজমেন্ট বিভাগের বিক্ষোভের মুখে পিএসসি তাদের যৌক্তিক সিদ্ধান্ত বাতিল করে।
শিক্ষা ক্যাডারে এই তিন বিভাগের বঞ্চনার কথা উল্লেখ করে তিনি বলেন, বিজনেস ফ্যাকাল্টির অন্য ডিপার্টমেন্টের সাথে প্রায় ৭০-৮০ শতাংশ কোর্সে মিল থাকা সত্ত্বেও আমরা শিক্ষা ক্যাডারে বারবার বঞ্চিত হচ্ছি।’
এ সময় দুটি দাবি উল্লেখ করে তিনি বলেন, ‘সব কলেজে আইবি, টিএইচএম এবং ওএসএল ডিপার্টমেন্ট খুলতে হবে এবং যেহেতু এই তিনটি ডিপার্টমেন্টের সঙ্গে ব্যবসায় শিক্ষা অনুষদের অন্য ডিপার্টমেন্টের ৭০-৮০ শতাংশ মিল রয়েছে, সেই আসনগুলি সবার জন্য উন্মুক্ত করে দিতে হবে। বাকি ৩০ শতাংশ ম্যানজেমেন্টসহ শিক্ষা ক্যাডারের অন্যান্যদের জন্য সংরক্ষিত থাকবে। অর্থাৎ, আনুপাতিক হারে আমাদের ন্যায্য অধিকার দিতে হবে।
ইন্টারন্যাশনাল বিজনেস ডিপার্টমেন্টের শিক্ষার্থী শাহিন মিয়া বলেন, আমরা তাদের সঙ্গে (ম্যানেজমেন্টসহ শিক্ষা ক্যাডারে থাকা ব্যবসায় শিক্ষা অনুষদের অন্যান্য বিভাগ) ৭০ শতাংশ মিল রেখে পড়াশোনা করি। তাই ন্যায্যতার ভিত্তিতে এই পদগুলো সবার জন্য উন্মুক্ত করে বাকিটা তাদের জন্য রাখতে হবে। এই ন্যায্যতা শুধু আবেদন করার জন্য, আমার যোগ্যতা প্রমাণ হবে পরীক্ষার মাধ্যমে।’