Sunday 17 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভাঙ্গায় বিল থেকে বস্তাবন্দি লাশ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ আগস্ট ২০২৫ ১৮:০০

মরদেহ। প্রতীকী ছবি

ফরিদপুর: ফরিদপুরের ভাঙ্গায় বিলের মধ্যে ভেসে থাকা বস্তাবন্দি এক যুবকের (২৫) লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১৭ আগস্ট) সকাল থেকেই বিলের আশপাশে পঁচা-দূর্ঘন্ধ টের পায় স্থানীয়রা। খোঁজাখুজির এক পর্যায়ে বিলের মধ্যে বস্তাবন্দি লাশ ভেসে উঠতে দেখে তারা পুলিশকে খবর জানায়। ঘটনাটি ফরিদপুরের ভাঙ্গা উপজেলার তুজারপুর ইউনিয়নের চাড়ালদিয়া গ্রামের। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুপুর সাড়ে ১২টার দিকে লাশ উদ্ধার করে। তবে অজ্ঞাত যুবকের পরিচয় শনাক্ত করা যায় নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফ হোসেন জানান, তিনি আরও জানান, লাশটি পচে-গলে যাওয়ায় প্রাথমিকভাবে তার পরিচয় শনাক্ত করা যায় নি। তবে চেষ্টা চলছে। অজ্ঞাত যুবককে হত্যার পর তার পেটে ও মাজায় ভারি বস্তা দিয়ে লাশটি বিলের মধ্যে ডুবিয়ে রাখা হয়। কিন্তু বন্যা-বর্ষার কারণে পানির নিচ থেকে লাশ পচে গিয়ে উপরে ভেসে উঠায় স্থানীয়দের চোখে পড়ে।

বিজ্ঞাপন

ওসি জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গত ৪-৫ দিন আগে অজ্ঞাত ওই যুবককে নৃশংসভাবে হত্যা করা হয়। তার গলা, পেটের ভুড়ি ও পায়ের গোড়ালি কাটা ছিল। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সারাবাংলা/এনজে

উদ্ধার বস্তাবন্দি লাশ বিল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর