Sunday 17 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ধর্ম ব্যবসায়ীদের জায়গা বাংলাদেশে হবে না : রুমিন ফারহানা

স্পেশাল করেসপন্ডেন্ট
১৭ আগস্ট ২০২৫ ১৯:৩৬ | আপডেট: ১৭ আগস্ট ২০২৫ ২১:৩৪

বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা

চট্টগ্রাম ব্যুরো : ধর্ম ব্যবসায়ীদের জায়গা বাংলাদেশে হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা।

রোববার (১৭ আগস্ট) বিকেলে নগরীর যাত্রামোহন (জেএম) সেন হলে সনাতন ধর্মাবলম্বীদের শ্রীকৃষ্ণের জন্মতিথিতে কেন্দ্রীয় জন্মাষ্টমী উদযাপন পরিষদের আয়োজনে মাতৃসম্মেলনে তিনি একথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে রুমিন ফারহানা বলেন, ‘এদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম সকল জাতি, বর্ণ ও ধর্মের। আবহমান কাল ধরে এদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিরাজ করছে। এ ধরনের সম্প্রীতি বিশ্বে বিরল।

একটি গোষ্ঠী সবসময় ধর্মকে ব্যবহার করে বিভাজনের চেষ্টা করে মন্তব্য করে তিনি বলেন, ‘সাম্প্রদায়িকতা, বিভাজন এদেশের সাধারণ মানুষ চায় না। কারণ একজন হিন্দুর উৎসবে যেমন মুসলিমরা অংশগ্রহণ করে, ঠিক তেমনি একজন মুসলিমের উৎসবেও হিন্দুরা অংশগ্রহণ করে। সেজন্য এদেশের সাম্প্রদায়িক গোষ্ঠীকে বারবার মানুষ প্রত্যাখান করেছে, রুখে দিয়েছে। ধর্ম ব্যবসায়ীদের জায়গা এদেশে হবে না।’

বিজ্ঞাপন

এতে আরও বক্তব্য রাখেন, অধ্যাপক স্বদেশ চক্রবর্ত্তী, শিক্ষিকা মৌসুমি চৌধুরী, বৃষ্টি বৈদ্য, অশ্রু চৌধুরী, সোমা দাশ, অধ্যাপিকা অপর্না বিশ্বাস।

সারাবাংলা/আরডি/এসআর

চট্টগ্রাম জন্মাষ্টমী বিএনপি রুমিন ফারহানা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর